ইসরাইল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রির তৈরি য়আরন ডোম হল সল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা (স্যাম সিষ্টেম)।
আয়রোন ডোম |
তবে এই আয়রন ডোম বেশ ব্যায়বহুল।।এই প্রতিটি ব্যাটারির মূল্য ৫০ মিলিয়ম ডলার।প্রতিটি ব্যাটারি তিনটি ভাগে বিভক্ত।
আয়রোন ডোম |
১.রাডার ইউনিট
২.ব্যাটল ম্যানেজমেন্ট & কন্ট্রোল ইউনিট(BMC)
৩.মিসাইল ফায়ারিং ইউনিট।
একটি ব্যাটারিতে বেশ কয়েকটি মিসাইল ফায়ারিং ইউনিট থাকে।একটি ইউনিটে ২০ টি তামির ইন্টারসেপ্টর মিসাইল থাকে।এই তামির মিসাইলের মূল্যা ৪০০০০ ডলার।অথাৎ প্রতি ইন্টারসেপশনে ৪০০০০ ডলার এর চেয়ে এর বেশি খরচ হয়।।
আয়রন ডোম |
নির্মাতাদের মতে এটি এর আশেপাশে ১৫০ বর্গকি.মি. এলাকায় সুরক্ষা দিতে সক্ষম।।
আয়রন ডোম এই পর্যন্ত ৭৩৫টি সফল ইন্টারসেপশন করেছে।যা একে সবচেয়ে বেশি পরিক্ষিত এয়ার ডিফেন্স সিস্টেমের খেতাব দিয়েছে।।
আয়রন ডোম |
Weight : 90 kg (200 lb)
Length : 3 m (9.8 ft)
Diameter : 160 mm (6.3 in)
Detonation mechanism : Proximity fuze
like us on facebook click Here