ভারতীয় বিমান বাহিনীর জন্য ফ্রান্সের তৈরি Dassault Rafale যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা থেকে সরে আসতে পারে।

Dassault Rafale

ভারতীয় বিমান বাহিনীর জন্য ফ্রান্সের তৈরি Dassault Rafale যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা থেকে সরে আসতে পারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়,,, এবং এর পরিবর্তে আমেরিকান Boeing F/A-18 Super Hornet যুদ্ধবিমান ক্রয় করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উল্লেখিত ভারত ফ্রান্সের কাছ থেকে প্রথমে ১২৬ টি ও পরে ৩৬ টি Rafale যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে কথাবার্তা ঠিক করে তবে ফ্রান্সের অত্যাধিক দাম চাওয়ার কারনে ভারত সরকার এই বিমান ক্রয় থেকে পিছিয়ে আসছে বলে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে। ফ্রান্স ভারতের কাছে ৩৬ টি রাফালের দাম বাবদ ৬০,০০০ কোটি রূপি চেয়েছে যা অত্যাধিক বেশি। মূলত এই কারনেই এখনো চূড়ান্ত চুক্তি হয়ে ওঠেনি। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে তারা এই ডিল এর ব্যাপারে এখনো কাজ করছে সাথে ভারতীয় বিমান বাহিনীর বিমান সল্পতার কথা মাথায় রেখে তারা F/A-18 Super Hornet এর দিকে এগুচ্ছে।
.
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এরি মধ্য ব্যাপার টি নিশ্চিত করে জানিয়েছ যে তারা 'ভারতীয় বায়ু সেনা'র জন্য আমেরিকা F/A-18 ক্রয় ও এই ফাইটার ভারতেই তৈরির ব্যাপারে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বোয়িং এর সাথে অনেক দিন থেকে কাজ করা ভারতীয় প্রাইভেট কম্পানি TATA তার এরোনটিক্স কমপ্লেক্সে এই F/A-18 Super Hornet তৈরি করবে এবং এখান থেকেই ভারতীয় বিমান বাহিনীর জন্য F/A-18 ক্রয় করা হবে বলে আভাষ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। জানা গেছে আগামী ১০ এপ্রিল US Defence Secretary Ashton Carter ভারতে আসবে এবং 'Make in India' প্রোগ্রাম এর আওতায় ভারতে TATA এবং Boeing এর যৌথভাবে F/A-18 তৈরি ও ভারতীয় বিমান বাহিনীর জন্য ক্রয় ব্যাপারে আলোচনা করবে। উল্লেখ্য আমেরিকান ক্যারিয়ার বেসড এই F/A-18 Super Hornet মূলত ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার এ অধিক দক্ষ, পাশাপাশি গ্রাউন্ড এট্যাক রোলেও তবে আকাশ যুদ্ধে এর সম্বল BVR, কারন এর ম্যানুভারিটি তুলনামূলক অনেকটাই কম।
Powered by Blogger.