এফ-১৪ টম ক্যাট সুপারসনিক ফাইটার।
f14 tomcat |
এফ-১৪ একটি দুই আসন বিশিষ্ট, আকাশ প্রতিরক্ষামূলক,
টমক্যাট নৌবহরে যোগ দেয় ১৯৭৪ সালে। এই জেটগুলি F-4 Phantom কে রিপ্লেস করে ।
ক্যারিয়ার বেসড এই এয়ারক্রাফ্টের ডানা ৭৫ডিগ্রি পর্যন্ত ভাজ করা যায় জাহাজের ডেকে জায়গা বাঁচানোর জন্যে । এই ডানাগুলো
ফোল্ড অবস্থায় বাড়তি গতি এনে দেয় আর খোলা অবস্থায় দেয় বাড়তি ম্যানুভার |
ইউ এস নেভীর বাইরে এর একমাত্র অপারেটর ইরান এয়ার ফোর্স । ইরান-ইরাক যুদ্ধে ইরানী টমক্যাট গুলো প্রায় ১৬০ টি ইরাকী বিমান ভূপতিত করে আর ইরান হারায় মাত্র ১২-১৬ টি টমক্যাট ।
ইউ এস নেভীর টমক্যাটের প্রথম কিল ছিল ২টি Su 22 ১৯৮১ সালে । টমক্যাট একটি অন্যতম সফল এয়ারক্রাফট | US নেভীর শত্রুর আঘাতে একমাত্র টমক্যাট হারায় ১৯৯১ সালে , ইরাকী একটি এয়ারবেসের উপর দিয়ে মহরা দেবার সময় SAM এর আঘাতে F14 টি ভূপতিত হয় ।
এয়ারক্রাফট ক্যারিয়ার হতে একটি এফ-১৪ এর আফটার বার্নিং টেকঅফ | |
স্পেসিফিকেশন:
বৈমানিক: ২জন
ওজন: ১৯৮০০ কেজি
সর্বোচ্চ গতি: ২৪৮৫ Km/h
রেঞ্জ: ২৯০০ কিমি
অস্ত্র: cannon*1, 20mm
8 hardpoints can carry 6600 kg missiles
মিসাইল: AIM 7, AIM 9, AIM 54 (লং রেঞ্জ aim54 ৬টি)
২০০৬ সালের ২২ সেপ্টেম্বর সর্বশেষ টমক্যাট টি ক্যারিয়ার থেকে ওড়ানো হয় ।
আমাদের ফেইসবুক ফ্যান পেইজকে লাইক করুন ও আপডেইটেড থাকুন- এখানে