S-500 Prometey আপকামিং স্যাম সিস্টেম সম্পর্কে।
s-500 Prometery |
এস ৫০০ তৈরি করছে পূর্ববর্তী এস ৪০০ প্রসবকারী রাশিয়ার Almaz-Antey Air Defence Concern. আসলে এটার ডেভেলপমেন্ট শেষ এবং টেস্টিং চলছে বলে ঘোষণা করা হয়েছে।
sam system |
♣♣এস ৫০০ এর একটি ইউনিট একই সময়ে সর্বোচ্চ ১০ টি এরিয়াল টার্গেট কে এনগেজ এবং ডেস্ট্রয় করতে পারবে।
যেখানে এর পূর্বপুরুষ এস ৪০০ সর্বোচ্চ ৬ টি টার্গেট এনগেজ করতে পারত।
♣♣এস ৫০০ 600 km(370 mile) দূর থেকে ব্যালিস্টিক মিসাইল এবং 400 km(250 mile) দূর থেকে অন্যান্য এরিয়াল টার্গেট এনগেজ করতে পারে। এটি 200 km উচ্চতা পর্যন্ত ইন্টারসেপ্ট এবং এনগেজ করতে পারবে। এর মানে নিকট কক্ষপথে শত্রুদেশের কোন স্যাটেলাইট স্পাইং করতে এলে, ঘরে আর কিছু না থাকলেও সেটাকে শুধুমাত্র এস ৫০০ দিয়েই যথেষ্ট খাতির যত্ন করা যাবে।
অপরদিকে আমেরিকার rim 174(latest) এর রেঞ্জ সর্বোচ্চ 370 km আর সর্বোচ্চ 34 km উচ্চতায় জিনিসপাতি ইন্টারসেপ্ট করতে পারে, এর উপরে আর পারে না।
sam system |
♣♣এস ৫০০ সর্বোচ্চ 7km/সেকেন্ড(mach 5) বেগে আসা টার্গেটকেও অনায়াসে আপ্যায়ন করতে পারবে।
অপরদিকে rim 174 এর স্পিড mach 3.5 অর্থাৎ এটি mach 3.5 বা তার চেয়ে বেশি স্পীডের আগন্তুক কে কিছু করতে পারবে না। ......
♣♣এস ৫০০ টার্গেট আইডেন্টিফাই করার পর থেকে সকল হিসাব নিকাশ শেষ করে মিসাইল ছুঁড়তে সময় নিবে মাত্র 3 থেকে 4 সেকেন্ড!
এস ৪০০ এই কাজে 10 সেকেন্ড সময় নিত।
-saim hossain(modernarmsGroup)
♣♣এস ৫০০ এর টার্গেট ----
★ব্যালিস্টিক মিসাইল ★হাইপারসনিক ক্রুজ মিসাইল ★মনুষ্যবিহীন আকাশযান ★কক্ষপথের নিচু স্তরে আসা স্যাটেলাইট ★হাইপারসনিক এয়ারক্রাফট, ড্রোন, হাইপারসনিক অরবিটাল প্লাটফর্ম থেকে আসা যেকোন অতিথি নারায়ণ!................
♦♦সবশেষে এটি কবে নাগাদ মুখ দেখাচ্ছে সেটি না বললেই নয়। এই প্রজেক্ট ২০০৯ এ শুরু করে Almaz-Antey Air Defence Concern. ২০১২ তে এটির ডেভেলপমেন্ট শেষ হবার কথা থাকলেও তারিখ পিছোতে থাকে। তবে আপাতত এটির ডেভেলপমেন্ট শেষ এবং টেস্টিং চলছে এবং ধারণা করা হচ্ছে এ বছরের মধ্যেই এস ৫০০ এর প্রথম ইউনিট ডিফেন্সে আসবে। ২০২০ সালের মধ্যে রাশিয়ান এরোস্পেস ডিফেন্স (VKO) তে ১০ ব্যাটালিয়ন এস ৫০০ যুক্ত করা হবে এবং ২০২৩ থেকে ২০২৫ এর মধ্যে এর নেভাল ভার্সন রাশিয়ান নেভীতে যোগ দেবে।
আল্লাহ্ আমাদের দেশটাকেও একদিন সামরিকভাবে প্রাধান্য দিন এই প্রার্থনা করে শেষ করছি।