"এএন-২২৫ মিরিয়া" পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান তথা পৃথিবীর সবচেয়ে বড় বিমান।
আনতোনব এএন-২২৫ মিরিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান তথা পৃথিবীর সবচেয়ে বড় বিমান।এটির ন্যাটো রিপোটিং নেম কোচ্ছাক।এটি তৈরী করে তৎকালিন সোভিয়েত ইউনিয়ন।এবং সর্বপ্রথম আকাশে উড়ে ২১ ডিসেম্বর ১৯৮৮।মূলত এটি তৈরী করা হয়েছিল তাদের বুরান স্পেস শটল বহন করার জন্য।এরকম একটি মাত্র এয়ারক্রাফট তৈরী করা হয়।সোভিয়েত ইউনিয়ন পতনের পর একমাত্র এই এয়ারক্রাফটির মালিক ইউক্রেন।
♦♦এই এয়ারক্রাফটি একটি ৫তলা বিল্ডিং এর সমান।এটি
♦লম্বায় ২৭৫.৭ ফুট
♦উইংস্পেন ২৯০ ফুট
♦উচ্চতা ৫৯.৫ ফুট
♦উইং এরিয়া ৯৭৮০ স্কয়ার ফুট।♦ফুয়েল ক্যাপাসিটি ৩ লক্ষ কেজি।
♦সার্ভিস সিলিং -৩৬০৮৯ ফুট
এর আকার দেখলে বুঝা যায় এটি পুরো দুনিয়ার আকাশের দানব।এই এয়ারক্রাফটিতে ৬টি D-18 turbofans রয়েছে। এর ইউনিক দিক হচ্ছে এর লোড বহন করার ক্ষমতা।এটি সর্বোচ্চ ৬৪০ টন কার্গো নিয়ে সর্বোচ্চ ৮৫০ কিঃমিঃ গতিতে উড়তে পারে।এটি পরিচালনা করতে ৬ ক্রুর প্রয়োজন হয়।।এটির রেন্জ ১৫৪০০ কিঃমিঃ।এটির উড্ডায়ন ক্ষমতা ৬৪০ টন হলেও এটি কখনও এত কার্গো বহন করে নি।এটির সার্ভিস লাইফে ২৫০ টন পর্যন্ত কার্গো বহন করে।এই এয়ারক্রাফটি বছরে ১-২বার আকাশে উড়ে।কিছুদিন আগে ইউক্রেন এই এয়ারক্রাফটির প্রযুক্তি চীনকে বিক্রি করে দেয়।