হিংস্র "X-95 বুলপাপ" রাইফেল

 "X-95 বুলপাপ" কে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ রাইফেল বলা হচ্ছে।
 
রাইফেল : X-95 বুলপাপ।
   

প্রস্তুতকারক_দেশ: ইজরাইল।
 

 ম্যানুফ্যাকচারার: (IWI) ইজরাইল উয়েপন ইন্ডাস্ট্রি। এতে রয়েছে এডভান্স টেকনোলজি। তাই এতে একই সাথে তিন ধরনের কার্টিজ/ক্যালিবার ব্যবহার করা যায়।

১. 5.56 * 45 mm NATO
২. 9 mm Lugar / SMG
৩. 5.56 * 39 mm
এই কার্টিজ গুলো মূলত ইন্টারচেন্জেবল।

রাইফেলটি ব্যবহার করছে ইজরায়েল স্পেশাল ফোর্স। তারা সর্ব প্রথম ট্যাভর টি,এ,আর ২১ এর কিছু সমস্যা লক্ষ করে এবং তা দূর করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়। স্পেশাল ফোর্সের প্রয়োজন মেটাতেই এই রাইফেলটি উৎপাদন করা হয়। তাই বলা হচ্ছে যে, tavor tar21 এর ভিত্তিতেই X-95 তৈরী করা হয়েছে। এটি তৈরী করার সময় খেয়াল রাখা হয়েছে এন্টি টেরর স্টিলথ, আরবান এবং ওপেন এরিয়া কমব্যাট সব ফরম্যাটেই যেন সেরা ব্যবহার উপযোগী হয়। এর সেরা দিকগুলো হল স্পেয়ার পার্স, টোটাল কস্ট বা মূল্য অত্যন্ত কম, ট্রেনিং এর সময় বাঁচায়, ব্যবহারেও অত্যন্ত উপযোগী। এর অভ্যন্তরীণ সাইলেন্স মোড একে দিয়েছে অন্য মাত্রা, জটিল ও ভয়ানক বিপদজনক পরিস্থিতিতে একজন স্পেশাল ফোর্স সদস্য, এজেন্ট, প্যারা অ্যাসেপ, অপারেটর বা এন্টি টেরোর কমান্ডো যেই হোক, সে খুবই স্বাচ্ছন্দ বোধ করবে।

এখন দেখি এর কনফিগারেশন কি কি.......
ব্যারেল: ৩৩০ মি.মি - ৩৮০ মি.মি।
মোট দৈর্ঘ: ৫৮০মি.মি - ৬৪০ মি.মি।
ভর বা ওজন: ২.৯৮ কেজি - ৩.০৫ কেজি।
ম্যাগাজিন : ৩০ রাউন্ড ফাস্ট ডিটাচেবল বক্স ম্যাগাজিন।
মাজেল_ভেলোসিটি : ৯৫০-১০০০ মিটার/সেকেন্ড
ফায়ারিং_রেট : তিনটি মোডে ৭৫০-১২০০ rpm.
ইফেক্টিভ_ফায়ারিং_রেন্জ: ৭০০-৭৫০ মিটার।
একে তিনটি মোড তথা CQB,PDW বা 9mm SMG তে কনভার্ট করা যায়।
 
বৈশিষ্ট্য_সমূহ
১. সম্পূর্ণ বুলপাপ কনফিগারেশন।
২. নিখুঁত সাইট ও যান্ত্রিক কর্মদক্ষতার ডিজাইন।
৩. ৩০ রাউন্ডের ডিটাচেবল ম্যাগাজিন।
৪. অভ্যন্তরীণ সাইলেন্সার মোড (অপশনাল)।
৫. উচ্চ ক্ষমতা সম্পন্ন ইমপ্যাক্ট মোডিফাইয়েড পলিমার ( কার্বন ফাইবার, লোহার চেয়ে ৫ গুন ঘনত্ব বা শক্ত) দিয়ে তৈরী বডি।
৬. সরাসরি ব্যারেলের ওপরে ইন্টিগ্রেটেড রিফ্লেক্স সাইট বসানো।
৭. ডিটাচেবল ব্যারেল ( পরিবর্তন বা পরিবর্ধন করা যায় এমন ব্যারেল)।
৮. ট্রিটিয়াম যুক্ত ফোল্ডিং নাইট ভিশন সাইট ব্যাকাপ হিসেবে সংযুক্ত থাকে।
৯. নাইট ভিসন থেকে ডে মোড করতে প্রায় কোন সময়ই লাগে না।
১০. ১০০% অ্যাম্বিডেক্সট্রাস বা বাম ও ডান উভয় হাতেই স্বাচ্ছন্দে ব্যবহার যোগ্য।
১১. বাস্তবিক OTB (Over-The Beach) ধারন ক্ষমতা।
১২. ধাতব পার্টস গুলো ১০০% ক্ষয় নিরোধক।
১৩. হাই লেভেল অপারেটরদের জন্য তৈরী, দীর্ঘদিন ব্যবহারযোগ্য। মেরামত সহজেই করা যায়।
১৪. খুব সহজেই খুলে ২টি অংশে আলাদা করা যায়।
১৫. শেষ রাউন্ড স্টপার আছে, যেন ম্যাগাজিন বদল করার পর হাতে টেনে রিলোড করা না লাগে।
১৬. ১০০% কার্টিজ ইন্টার চেন্জ করা যায়।
এই সব বৈশিষ্ট্যই X-95 কে তৈরী করেছে ক্ষুদ্রাকৃতির অতিকায় দানব। এজন্যই অস্ত্র বিশেষজ্ঞরা একে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ রাইফেল আখ্যা দিয়েছেন।
সূত্র : IWI official website.
Powered by Blogger.