অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার 'চার্লস ডি গল'


ছবিতে আপনারা ফ্রান্স নির্মিত অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার 'চার্লস ডি গল'কে দেখতে পাচ্ছেন।উচ্চারণ এর দিক দিয়ে এটি কিছুটা বিদঘুটে ধরনের।কেউ কেউ একে 'শার্ল দ্য গল' ও বলে।ইংরেজি উচ্চারণ 'Charles de Gaulle'।বিখ্যাত এক ফরাসি জেনারেল এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে।(তবে উইকি তে দেখলাম এর একে she বলে সম্বোধন করা হয়েছে 😜
বর্তমান বিশ্বে সার্ভিসে থাকা সেরা এয়ারক্রাফট ক্যারিয়ার গুলোর মধ্যে এটি অন্যতম।যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম নিউক্লিয়ার শক্তি চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার হলো চার্লস ডি গল। ২০০১ সালে চার্লস ডি গল এয়ারক্রাফট ক্যারিয়ার কমিশনড পেয়ে ফ্রান্সের নৌবাহিনীতে সার্ভিসে আসে। এটি নির্মান করেছে ফ্রান্সের জাহাজ ও সাবমেরিন নির্মাণ প্রতিষ্ঠান 'ডিসিএনএস'।
.
আপনারা জানেন যে রাশিয়ার "এডমিরাল কুজনেতসভ" ইই একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার যা নিজেই নিজের নিরাপত্তা পূর্ণাঙ্গভাবে করতে সক্ষম।এ ক্ষেত্রে চার্লস ডি গল কুজনেতসভ থেকে খুব সামান্যই পিছিয়ে আছে।
.
এতে রয়েছে ৪x৮ A-43 Sylver লঞ্চ সিস্টেম যা aster15 সারফেস_টু_এয়ার মিসাইল ও ২x৬ সেল এর Sadral লঞ্চার যা বিখ্যাত মিস্ট্রাল সারফেস_টু_এয়ার মিসাইল লঞ্চ করতে পারে।উলেখ্য aster15 একটি শর্ট/মিডিয়াম রেঞ্জ এন্টি মিসাইল ও এন্টি এয়ারক্রাফট মিসাইল যা ১.৭ থেকে ৩০+ কিঃমিঃ রেঞ্জ এ যেকোনো যুদ্ধজাহাজ কে সুরক্ষা দিতে সক্ষম।গতি ম্যাক ৩.৫।
মিস্ট্রাল হলো বিখ্যাত ফ্রেন্স ম্যানপ্যাড মিসাইল এর শিপ বেজড ট্রাইপড ভার্শন।এটি শর্ট রেঞ্জ স্যাম।গতি ম্যাক ২.৬(!)
রেঞ্জ ৬ কিঃমিঃ
(আপনারা চাইলে দুটো স্যাম নিয়ে ভবিষ্যতে পোস্টানো হবে😂😜)
.
এছাড়াও ক্যারিয়ারটি তে ৮টি Giat 20F2
২০ এমএম অটোক্যানন রয়েছে যার ইফেক্টিভ রেঞ্জ ১৫০০ মিটার।এর সেন্সর ও রাডার সিস্টেমও অত্যন্ত উন্নত মানের।এয়ারক্রাফটি পরিচালনা করতে মোট ১,৯৫০ জন ক্রু এর প্রয়োজন হয়।কমব্যাট হিস্টোরি অনুযায়ী এটি আফগানিস্থানে তালেবান বিরোধী অভিযান ও ইরাকে আইএস বিরোধী অভিযানে অংশগ্রহন করে।
.
.
চলুন এক নজরে এর পুরো বিবরন দেখে নিই....
.
◆ অরজিনঃ ফ্রান্স।
◆কমিশনডঃ ১৮ই মে ২০০১।
◆হোমপোর্টঃ টুলন, ফ্রান্স।
◆নিকনেমঃ CDG।
◆ডেপ্লেসম্যান্টঃ ৪২,৫০০ টন।
◆দৈর্ঘ্যঃ ২৬১.৫ মিটার।
◆বীমঃ ৬৪.৩৬ মিটার।
◆ড্রাফটঃ ৯.৪৩ মিটার।
.
◆শক্তির উৎসঃ
-২টি কে১৫ নিউক্লিয়ার ওয়াটার রিয়েক্টর।
-২টি অ্যালস্টম স্টীম টারবাইন।
-৪টি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন।
-২টি টার্বোশ্যাফট
◆সর্বোচ্চ গতিঃ২৭ নট বা ৫০ কিঃমিঃ/ঘন্টা
.
◆রেঞ্জঃ আনলিমিটেড,
কোন রিফুয়েলিং ছাড়াই টানা ২০-২৫ বছর চলতে পারবে! 💪😎
.
◆এনডুরেন্সঃ ৪৫ দিন
(মানে পর্যাপ্ত খাদ্য থাকলে টানা ৪৫ দিন সাগরে থাকতে পারবে)।
.
◆ক্যাপাসিটিঃ ৮০০ জন সৈনিক ও ৫০০ টন অস্ত্রসরজ্ঞাম।
.
◆ক্রু সংখ্যা:
- শিপঃ ১৩৫০ জন।
- এয়ারম্যানঃ ৬০০ জন।
.
◆সেন্সরঃ
-DRBV 26D এয়ার সার্চ রাডার।
-DRBV 15C লো অ্যালটিটিউড এয়ার সার্চ রাডার।
-DRBJ 11B এয়ার সার্চ রাডার।
-Arabel টার্গেট অ্যাকিউশন রাডার।
.
◆ইলেকট্রিক ওয়ারফায়ারঃ
-ARBR 21ডিটেক্টর।
-ARBB 33 কাউন্টারমিসার স্যুট।
-ARBG 2 মাইগ্রেট ইন্টারসেপ্টর।
-৪টি ডেকয় লাঞ্চার (অ্যান্টিসাবমেরিন ওয়ারফেয়ার এর জন্য)।
.
◆অস্ত্রঃ
-৪টি ৮ সেল এ-৪স৩ এস্টার সারফেস টু এয়ার মিসাইল লাঞ্চার।
-২টি ৬ সেল শর্ট রেঞ্জ মিস্ট্রাল মিসাইল লাঞ্চার।
-৮টি ২০ মিঃমিঃ ক্যানন
.
.
◆এয়ারক্রাফট ফ্যাসিলিটিঃ
২৪ থেকে ৪০টি এয়ারক্রাফট ও হেলিকপ্টার
(এয়ারক্রাফটের আকার ভেদে)।
√ Rafale M
√E-2C Hawkeye
√SA365 Dauphin
√EC725 Caracal
√AS532 Cougar
.
.
মার্কিন ক্যারিয়ার গুলো বাদে চার্লস ডি গল ইই একমাত্র ক্যারিয়ার যাতে এয়ারক্রাফট টেকঅফ এর জন্য ক্যাটাপুল্ট সিস্টেম আছে।
ক্যাটাপুল্ট কি জিনিস তা আরেকদিন বলবো...😜
Powered by Blogger.