ডং ফেং ৪১ মিসাইল(চীন)
ডং ফেং ৪১ মিসাইল(Picture|web) |
ডং ফেং ৪১ মিসাইল হলো চীনের তৈরি একটি সলিড ফুয়েলড রোড মোবাইক ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল। এই মিসাইলটি ডেভলপমেন্ট করেছে চায়না একাডেমী অফ লঞ্চ ভেহিকাল টেকনোলজি। এটি বিশ্বের সবচেয়ে লং রেঞ্জের মিসাইল।এর সর্বোচ্চ রেঞ্জ ১৫,০০০ কিলোমিটার।
এটি তিন স্তর বিশিষ্ট একটি ওয়ারহেড বহন কারী মিসাইল।এর ওয়ারহেডে নিউক্লিয়ার বা সাধারণ কনভেনশনাল ওয়ারহেড ইউজ করা হয়।এটি ভূমির নিচ থেকে বা যানবহন থেকে লঞ্চ করা যায়।
মূলত এই মিসাইলটির কারণেই আমেরিকা চীনকে সমীহ করে চলে।কারণ এই মিসাইলটির বিরুদ্ধে আমেরিকার ডিফেন্স সিস্টেম কতটুকু কার্যকর হবে এই নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। তবে চীন এই মিসাইলটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করে নি।
মূলত এই মিসাইলটির কারণেই আমেরিকা চীনকে সমীহ করে চলে।কারণ এই মিসাইলটির বিরুদ্ধে আমেরিকার ডিফেন্স সিস্টেম কতটুকু কার্যকর হবে এই নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। তবে চীন এই মিসাইলটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করে নি।
ডং ফেং ৪১ মিসাইডং ফেং ৪১ মিসাইলের কিছু সাধারণ বৈশিষ্ট্যঃ
নামঃ ডংফেং ৪১
ধরনঃ ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল(আইসিবিএম)
সার্ভিসে আসেঃ ১৯৯১সালে
ব্যাবহারকারীঃ পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স
ওজনঃ ৮০,০০০ কিলোগ্রাম
দৈর্ঘ্যঃ ২১ মিটার
ডায়ামিটারঃ ২.২৫ মিটার
ওয়ারহেডঃ থার্মোনিউক্লিয়ার ওয়েপন, ১০-১২ টি MIRV
ইঞ্জিনঃ তিন স্তরের সলিড ফুয়েলেড রকেট
অপারেনাল রেঞ্জঃ ১৪,০০০-১৫,০০০ কিলোমিটার
গতিঃ ম্যাক ২৫
গাইডেন্স সিস্টেমঃ ইনারশিয়াল ও বাইডু ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম