টাইপ-০৩৫ জি বা মিং ক্লাস সাবমেরিন দূর্ঘটনা


আপনারা হয়ত অনেকেই জানেন না যে চীনের Type-035G বা Ming ক্লাস সাবমেরিন দূর্ঘটনা ঘটে ২০০৩ সালে এবং ৭০ জন নিহত হয়😞। ঘটনাটা ২০০৩ সালের ২৫ এপ্রিল কিছু চাইনিজ ফিশিং বোটের ক্রু হঠাৎ খেয়াল করেন সমুদ্রের পানিতে কিছু আলোরন এবং কিছুক্ষন পর ২ টি চাইনিজ যুদ্ধজাহাজ ঘটনা স্থলে এসে পৌছায়। প্রথমে চাইনিজ নেভি মনে করে এটা কোরিয়া বা জাপানের কোনো অনুপ্রবেশকারী সাবমেরিন কিন্তু তদন্ত শুরু হলে বের হয় যে এটা আসলে তাদের নিজেদের Type-035G বা মিং ক্লাস সাবমেরিন😱। পরবর্তী ২ দিনে প্রায় ৭০ জনের লাশ উদ্ধার করা হয়😞। তদন্তের পর দক্ষিন চীন সাগরের নেভি ফ্লিটের কমান্ডার এবং কমিশনারদের বহিস্কার করা হয় দায়িত্বে অবহেলার জন্য বা প্রয়োজনীয় দিক নির্দেশনা না দেওয়ার জন্য। চীনা প্রেসিডেন্ট এবং চীনের নৌবাহিনী প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবার বর্গদের সমবেদনা জানান। আর সাবমেরিন দূর্ঘটনাকে গোপন করা হয় তার পরিবর্তে সবাইকে বলা হয় জেট ফাইটার বিধ্বস্ত হয়েছে। তবে দূর্ঘটনার কারন জানা সঠিক জানা যায়নি তবে ধারনা করা হয় বার্তা আদান প্রদানে সমস্যা হয়েছিলো। আর তখন মিং ক্লাস সাবটির রেডিও সাইলেন্ট অবস্থায় ছিলো। তবে এই সংবাদ শুনে আমাদের আশাহত হবার কিছুই নাই বা ভারতীয়দের লাফানোরও কিছু নাই কারন এটা ট্রেনিং দেওয়ার জন্য ব্যবহত হতো। আর নিহতদের অধিকাংশ ট্রেনিংরত ক্যাডেট ছিলো আর কিছু ট্রেইনার বা অফিসার ছিলো😞
Powered by Blogger.