চেনা বিমান, অচেনা রঙ এ ! ইউরোপিয়ান গ্রিপ ও মিগ-৩৫

ইউরোপিয়ান গ্রিপ
 যেকোনো ডিফেন্স লাভার এরই নিচের বিমান দুটো চেনার কথা। প্রথমটি ইউরোপিয়ান গ্রিপের আর দ্বিতীয়টি রাশিয়ান লিজেন্ড মিগ-২৯ এর উত্তরসূরী মিগ-৩৫। দুটো বিমানের ক্যামোই জোসস!! 😍😍 প্রথম ছবিতে গ্রিপেনের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে গ্রিপেনটি ব্রাজীলিয়। ৫ বার বিশ্বকাপ জয়ী এ দেশটি সামরিক শক্তিতে দক্ষিণ আ্যমেরিকার মাঝে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র। ২০১৫ সালে সু-৩৫, ইউরোফাইটার, এফ/এ-১৮ সুপার হর্ণেটের মত বিমানের সাথে পাল্লা দিয়ে টেন্ডার জিতে নেয় গ্রিপেন। 
 মিগ-৩৫
যদিও তার পেছনে বড় কিছু কারণ হল এর দাম, লো মেইন্টেন্যান্স কস্ট আর কম রাজনৈতিক ঝামেলা৷ অপরদিকে দ্বিতীয় ছবিতে যেই মিগ-৩৫ বিমান দেখছেন তার ৫০ টি অর্ডার করেছে মিশর। মিগের জন্য এটা বেশ বড় পাওয়াই বটে৷ কারণ সুখোই এর সু-৩০ প্রডাকশনে আসার পর থেকেই মিগের বাজারে বেশ ক্ষরা চলছিল৷ যদিও এই বিমানটি মূলত মিগ-২৯ এসএমটি এর রিডিজাইন্ড ভার্সন৷ যাতে রয়েছে নতুন ফ্লাই বাই ওয়্যার, ইসা রাডার এবং ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল৷ বাংলাদেশের আকাশেও এর ওড়ার কথা শোনা গিয়েছিল৷ তবে আপাতত সেটি গুজব বলেই উড়িয়ে দিতে হচ্ছে। নিচের দুটি ফাইটাররই বাংলাদেশে জন্য ভাল অপশন হতে পারতো। কিন্তু বাফের ভাগ্যে কি আছে সেটা হয়ত আরো বছর পাচেকের আগে বোঝা যাবে না।


Powered by Blogger.