দুঃসহ ১৯৭১

picture: John McCullin

মুক্তিযুদ্ধের সময় প্রায় ১ কোটি বাংলাদেশী জনগণ শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়,পাকিস্তানি সেনাদের অত্যাচারের হাত থেকে জীবন রক্ষার জন্য!এসময় বেশিরভাগ যুবকরা মুক্তিযুদ্ধে যোগ দিলেও অনেক মানুষ তা পারেননি!তাদের থাকতে হতো স্যাতসেতে রিফিউজি ক্যাম্পে,অনাহারে-অর্ধাহারে!ভারত নিজেও তখন তৃতীয় বিশ্বের দেশ,বর্তমানের মধ্যম উন্নত ভারত নয়!

তখন শরণার্থীদের জন্য কাল হয়ে আসে তৎকালীন সময়ের সুপরিচিত,কুখ্যাত মহামারী,কলেরা!পাকি হার্মাদদের হাত থেকে জীবন বাঁচাতে পারলেও,তারা নতুন আজরাইলের সামনে পড়লো!নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী,৮ জুন পর্যন্ত প্রায় আট হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় এই কলেরা,যদিও প্রকৃত সংখ্যা এর থেকে বেশি বৈ কম হবে না!

এবং এই প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়তে থাকে! ছবিতে স্ট্রেচারে একজন কলেরায় আক্রান্ত হয়ে মৃত একজন মায়ের পাশে তার স্বামী ও তিন সন্তানকে বিলাপ করতে দেখা যাচ্ছে!সন্তানগুলোকেও দেখলে বোঝা যায়,তারা কতটা অপুষ্টির শিকার ছিল!
ছবিটা আমাদের অনেক গুলো শিক্ষা দেয়!এও বোঝায় যে,যুদ্ধ অনেক কঠিন!
Powered by Blogger.