বর্তমানে সার্ভিসে থাকা একমাত্র ৫ম প্রজন্মের ক্রুজ মিসাইল


এনএসএম বা নেভাল স্টাইক মিসাইল হচ্ছে নরওয়ের কং'সবার্গ ডিফেন্স এন্ড এরোস্পেসের তৈরী এন্টি শীপ এবং ল্যান্ড এট্যাক ক্রুজ মিসাইল। এবং এটিই একমাত্র মিসাইল যেটি টার্মিনাল পর্যায়ে গিয়ে এক্টিভ রাডার সিস্টেম ব্যাবহার না করে ইমেজিং ইনফ্রোয়েট হোমিং সিস্টেম ব্যাবহার করে।এক্টিভ রাডার সিস্টেম ব্যাবহার না করার ফলে এটিকে রাডারে ডিটেক্ট করা অনেক কঠিন।তাছাড়া এটি টার্মিনাল পর্যায়ে গিয়ে বিভিন্ন পর্যায়ের ম্যানুভার করতে পারে।যেমন, এটি টা
র্গেটে খুব কাছে গিয়ে, নিজ থেকেই বিভিন্ন ম্যানুভার করে ।যার কারণে এটিকে CIWS বা স্যাম দিয়ে ধব্বংস করা কঠিন।



এসব বৈশিষ্ট্যের কারণে এটিই বর্তমানে সার্ভিসে থাকা একমাত্র ৫ম প্রজন্মের ক্রুজ মিসাইল। রেন্জের এবং ভার্সনের উপর ভিত্তি করে এর দুইটা ভেরিয়েন্ট রয়েছে,

এনএসএমের রেন্জ হচ্ছে ১৮৫ কিলোমিটার

জেএসএমের রেন্জ হচ্ছে ৫৫৫ কিলোমিটার। যেটা ফাইটার বা এফ-৩৫ এর জন্য তৈরী করা হচ্ছে।

এটির গতি হাই সাবসনিক।মিসাইলটি ডেভলপমেন্ট করার সময় এর গতির চেয়ে স্টিলেথ ক্ষমতার দিকে বেশি নজর দেওয়া হয়েছে।

এটির ওজন ৪০০ কেজি। এবং লম্বায় ১৩ ফিট।

এর ওয়ারহেড হিসাবে রয়েছে ১২৫ কেজির উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক।

এর গাইডেন্স সিস্টেম হিসাবে রয়েছে, ইন্টারিয়াল,জিপিএস,টাররেন নেভিগেশন, ইমাজিং ইনফ্রোয়েট হোমিং,টার্গেট ডাটাবেইজ।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.