সুখোই ডিজাইন ব্যুরো।

Su-30
Sukhoi হলো বিখ্যাত রুশ বিমান প্রস্তুতিকরক প্রতিষ্ঠান যারা ৬ দশক ধরে সামারিক ও বেসামরিক বিমান প্রস্তুত করে আসছে।
রাশিয়ান SUKHOI শব্দের অর্থ হলো শুস্ক (Dry)। 1939 সালে তরুণ রাশিয়ান এয়ারক্রাফট ডিজাইনার Pavel Sukhoi হয়তো কমই আশা করতে পারতেন যে তার নিজস্ব ডিজাইন একদিন বিমান শিল্পের দৈত্য হয়ে যাবে। তার প্রধান দপ্তর ছিলো বার্তমান ইউক্রেনের kharkov শহরে। kharkov এর পাইলট এবং বিমান চালনা স্কুল ছিলো USSR এর মধ্যে সবচেয়ে ভালো।তাই সোভিয়েত কতৃপক্ষ সিদ্ধান্ত নেয় একটি নতুন ডিজাইন ব্যুরো এর জন্য এটা মঙ্গল জনক হবে। রাশিয়ার সর্ববৃহৎ বিমান প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানে এখন ২৯ হাজারের বেশি মানুষ কর্মরত আছে।Sukhoi এর বর্তমান সদদপ্তর মস্কোতে। Sukhoi এই পর্যন্ত বিভিন্ন দেশে ২০০০ এর বেশি এয়ারক্রাফট বিক্রি করেছে।। Sukhoi অ্যাটাক এবং জঙ্গিবিমানসমূহ আর্মেনিয়া, চীন, ভারত, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইরাক, স্লোভাকিয়া, হাঙ্গেরি, জর্জিয়া, পূর্ব জার্মানি, সিরিয়া, আলজেরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, আফগানিস্তান, ইয়েমেন, মিশর, লিবিয়া, ইরান, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, পেরু, ইরিত্রিয়া এবং ইন্দোনেশিয়া ব্যাবহার করে।

su 30

su-30

su 30 dog fight
২০১০ সাল থেকে বিভিন্ন এয়ারলাইন্সে Sukhoi এর প্রথম বেসামরিক পরিবহন বিমান Sukhoi Super Jet 100 ব্যাবহৃত হচ্ছে।
২০১৮ সালে মধ্যে পঞ্চম প্রজম্মের Sukhoi pak fa T-50 সার্ভিসে আসবে।প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ষষ্ট প্রজম্মের ফাইটার এয়ারক্রাফট নিয়ে গবেষনা শুরু করেছে।।
সুখোই এর বিমান গুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো-
এসইউ-2: 1937, লাইট বোম্বার এয়ারক্রাফট
এসইউ-7 "Fitter" and "Moujik": গ্রাউন্ড-অ্যাটাক এয়ারক্রাফট
এসইউ-9 "Fishpot" and "Maiden": 1956, ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট
এসইউ-11 "Fishpot-C": 1958, ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট
এসইউ-15 "Flagon": 1962, ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট
এসইউ-17/এসইউ-20/এসইউ-22 "Fitter": গ্রাউন্ড-অ্যাটাক এয়ারক্রাফট
এসইউ-24 "Fencer": 1970, jet বোম্বার, অ্যাটাক এয়ারক্রাফট
এসইউ-25 "Frogfoot": 1975, গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট
এসইউ-26: 1984, single seat aerobatic এয়ারক্রাফট (civil)
এসইউ-27 "Flanker": 1977, এয়ার সুপিরিওরিটি ফাইটার
এসইউ-29: 1991, double seat aerobatic এয়ারক্রাফট (civil)
এসইউ-30 Flanker-C: 1993, মাল্টিরোল স্ট্রাইক ফাইটার এয়ারক্রাফট
এসইউ-30MK-2 "Flanker-G": মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটএসইউ-30MKK "Flanker-G": স্ট্রাইক-ফাইটার এয়ারক্রাফট
 


এসইউ-30MKI "Flanker-H": এয়ার সুপিরিওরিটি ফাইটার
এসইউ-31: 1992, single seat aerobatic এয়ারক্রাফট (civil)
এসইউ-33 "Flanker-D": 1987, carrier-based মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট

এসইউ-34/এসইউ-32 "Fullback": 2006, "Platypus", স্ট্রাইক-ফাইটার এয়ারক্রাফট
এসইউ-27M/এসইউ-35 "Flanker-E": 1995, এয়ার সুপিরিওরিটি ফাইটার এয়ারক্রাফট
এসইউ-35BM: 4++ generation মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটএসইউ-80: a twin-turboprop STOL transport এয়ারক্রাফট
এসইউperjet 100: 2008, regional jetIrkut MS-21: narrow-body jet এয়ারলাইনার
Powered by Blogger.