39N6E Kasta 2E2 surveillance radar Kasta 2E2 হল রাশিয়ার তৈরি অল রাউন্ড 3D সার্ভিল্যান্স রাডার।

রাডার
39N6E Kasta 2E2 surveillance radar Kasta
9N6E Kasta 2E2 surveillance radar Kasta 2E2 হল রাশিয়ার তৈরি অল রাউন্ড 3D সার্ভিল্যান্স রাডার যা সর্বোচ্চ ৬ কিমি উচ্চতায় ২৫ ডিগ্রি কোণে ৫-১৫০ কিমি দূরত্বের যেকোনো নিচ দিয়ে ওড়া বিমান, হেলিকপ্টার, ড্রোন এমনকি ক্রুজ মিসাইল বা ব্যালাস্টিক মিসাইলকে ট্র্যাক করতে সক্ষম । এটিকে সীমান্ত নিরাপত্তা, উপকূলীয় নিরাপত্তা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এবং বিমান চলাচলে ব্যাবহার করা হয় । সামরিক বাহিনীতে ব্যাবহারের পাশাপাশি এটিকে বেসামরিক কাজেও ব্যাবহার করা যায় । এতে রয়েছে ডিজিটাল ডাটা প্রসেসিং এবং অটোমেটেড অপারেশন । পাশাপাশি এতে ব্যাবহার করা হয় একটি ১৪ মি. এন্টেনা টাওয়ার যা অত্যন্ত নিচ দিয়ে উড়ে যাওয়া টার্গেট শনাক্ত করতে সক্ষম, এমনকি স্টিলথ বিমানও! তবে স্টিলথ বিমানের সিগনেচার রেট কম হওয়ায় তা শতভাগ শনাক্ত করা কঠিন । এতে রয়েছে একটি হার্ডওয়্যার ভেহিকেল, একটি এন্টেনা ভেহিকেল, প্রতিটি ভেহিকেলে একটি করে ডিসেল ইলেকট্রিক পাওয়ার প্লান্ট । এই রাডার সিস্টেমকে ৩০০ মি. দূর থেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব । 

39N6E Kasta 2E2 surveillance radar Kasta

বৈশিষ্ট্যসমূহঃ
রেঞ্জঃ ১৫০ কিমি
টার্গেট ট্র্যাকের সংখ্যাঃ ৫০
রাডার চালু করতে প্রয়োজনীয় সময়ঃ ২০ মিনিট
প্রয়োজনীয় শক্তিঃ ২৩ কিলোওয়াট
কার্যকারিতাঃ ২০ দিন সর্বোচ্চ
সবচেয়ে বড় ব্যাপার হল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই রাডার অর্ডার করা হয়েছে যা রাশিয়ার সাথে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের সামরিক চুক্তির অন্তর্ভুক্ত । 
Powered by Blogger.