|
little boy Bomb লিটল বয় |
আপনি কি জানেন আমেরিকা কর্তৃক হিরোসিমায় নিক্ষেপ করা পারমাণবিক বোমাটির
বিস্ফোরনের ব্যাসার্ধ ছিল ৩.৫ কিলোমিটার।মানে এটি ৩.৫+ কিলোমিটার এলাকা
জুড়ে পুরো দমে ধব্বংস লীলা চালায়।লিটল বয়ের অগ্নি কুন্ডলির ব্যাসার্ধ ছিল
১.৬ কিলোমিটার। বিস্ফোরনের পর গ্রাউন্ড জিরোতে এর তাপমাত্রা ছিল ৬০০০
ডিগ্রি সেলছিয়াস।
|
little boy Bomb লিটল বয় |
কিন্তু এর পরিপুর্ণ রেডিয়েশন ছড়িয়ে পড়ে ১৬ কিলোমিটারও বেশি এলাকাজুড়ে ।
মানে ১৬+ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে ।বোমাটির
ধব্বংস ক্ষমতা ছিল ১৫ কিলোটন টিএনটির সমান।বোমাট
ির
ওজন ছিল ৬৪ কেজি।এতে ৩৮.৫ কেজি ৮০% বিশুদ্ধ ইউরোনিয়াম- ২৩৫ ব্যাবহার করা
হয়।আমি আপনাদের বোঝাতে চেয়েছি,পারমাণবিক বোমার ক্ষতি সাধন সম্পর্কে আমাদের
অনেক ভূল ধারণা রয়েছে।
|
little boy Bomb লিটল বয় |
পরবর্তীতে আমেরিকানরা আরও ৪২ টির মত লিটল
বয় তৈরী করে।এটি মানুষের তৈরীকৃত ২য় পারমাণবিক বোমা।এটি বিস্ফোরনের পর সাথে
সাথে ৬৬০০০+২০০০০ হাজারের মত মানুষ মারা যায় এবং ৬৯০০০০ হাজার লোক বিকিরণে
আক্রান্ত বা আহত হয়।পরবর্তীততে এদের মধ্যে অনেক লোক মারা যায়।এটি আমেরিকার
মানবতার দৃষ্টান্তমূলক একটি উদাহরণ।
|
হিরোসিমায় নিক্ষেপিত পারমানবিক বোমা। |