বাংলাদেশ কি নিরাপদ ? বাংলাদেশের কি এ্যাটম বোম্ব বানানো উচিৎ?
এ্যাটম বোম্ব |
গত বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তখন সীমান্তে বিডিআর ও বিএসএফ-এর মধ্যে বড় রকমের সংঘর্ষ বেধে ছিল যার পরিনতে ভারতের ১৮ জন বিএসএফ সদস্য মারা যায় ।
ওই ব্যাপারটি নিয়ে ভারতের মিডিয়া গুলো বাংলাদেশের বিরুদ্ধে অতি র ঞ্জিত করে অনেক প্রচারনা চালায় । জি টিভির এক টক শো-তে কট্টর পন্থী দল শিব সেনার এক নেতা বলেন ” বাংলাদেশ কে ভারত এক ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে সেই বাংলাদেশ আবার ভারতের বিএসএফ হত্যা করার সাহস কী করে পায়” ? ওই সময় বিজেপি-শিব সেনার যুক্ত সরকার ক্ষমতায় ছিলো ।
এ্যাটম বোম্ব নিক্ষেপ। |
ভারতের কাছে এ্যাটম বোমা আছে বলে বাংলাদেশের বিরুদ্ধে এই ভাবে চিন্তা করে । ক্ষমতার ভার সাম্য না থাকার ফলে ভারতের অনেক অন্যায় কর্ম-কান্ড কে বাংলাদেশের সহ্য করতে হচ্ছে । বঙ্গোপসাগরে বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট ভারত জোর করে দখল করে রেখেছে । ভারত মনে করে তাদের দয়ায় বাংলাদেশ টিকে আছে । যার শক্তি নেই তাকে কেউ সম্মান করে না । অতএব, দেশে স্বাধীনতা ও স্বার্থ রক্ষার্থে শক্তির কোনো বিকল্প নেই । জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বাংলাদেশের সমান, কিন্তু পাকিস্তানের কাছে পারমানবিক বোমা আছে বলে অপেক্ষাকৃত বড় দেশ হওয়া সত্বেও ভারত পাকিস্তান কে ভয় পায় । এত ছোট হওয়া সত্বেও পাকিস্তান ভারত কে দাঁত ভাঙা জবাব দেয় । সম্মানের সাথে টিকে থাকতে বাংলাদেশর অবশ্যই এ্যাটম বোমা বানানো উচিৎ । যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি বিদেশীর সামনে নত হয়ে থাকার জন্য নয় । আমাদের সার্বভৌমত্ব আমাদের শক্তি দ্বারা সুরক্ষিত থাকবে কোনো বিদেশীর করুনায় নয় ।
আমরা যখন শক্তিশালী হয়ে কোনো দেশের সাথে আলোচনা করতে বসবো তখন ওই দেশ আমাদের সিদ্ধান্তের সম্মান করবে ।
মনে রাখবেন পারমানবিক অস্ত্র শুধু দেখানোর জন্য ব্যবহার করার জন্য নয় । যখন ভারত বুঝতে পারবে বাংলাদেশ ও দিল্লী, মুমবাই, চেন্নাই উড়িয়ে দিতে সক্ষম তখন দেশটি বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ চিন্তা-ভাবনা করে নেবে ।
প্রধান মন্ত্রী শেখ হাসীনা প্রায় বলে থাকেন, ”বাঙালী পৃথিবীতে মাথা উঁচু করে চলবে” । আমি জন নেত্রী শেখ হাসীনার এই ভাবনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাপোষন করি । আমি প্রধান মন্ত্রীর কাছে আনুরোধ করছি, আপনাদের নেত্রীত্বে এই দেশ স্বাধীন হয়েছে এখন সেই স্বাধীনতা কে অক্ষুন্ন রাখতে সামরিক শক্তি বৃদ্ধি করুন । দেশ কে এত বেশি শক্তিশালী করুন যাতে কোনো বিদেশী বাংলাদেশের দিকে বাকা চোখে দেখার সাহস না পায় । আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি বিদেশীদের কাছে নত হয়ে থাকবার জন্য নয় ।
এ্যাটম বোম্ব নিক্ষেপ। |