|
বি-১ ল্যান্সার |
বি-১ ল্যান্সার হচ্ছে নর্থ আমেরিকান রকওয়েল/রকওয়েল ইন্টারন্যাশনাল বোয়িং
এর তৈরি পরমাণু বোমা বহনকারী, লং রেঞ্জ বোম্বার। এটিই যুক্তরাষ্ট্র
বিমানবাহিনীর তৈরি প্রথম শব্দের চেয়েও বেশি গতিসম্পন্ন বোম্বার । মূলত
ষাটের দশকে সোভিয়েত রাডার ফাকি দিয়ে আক্রমণ করার লক্ষ্যে এরকম বোম্বার
তৈরি করা হয় ।
|
বি-১ ল্যান্সার |
১৯৫৫ সালের দিকে USAF প্রাথমিক বোম্বার হিসেবে এক্সবি-৭০ কে
সার্ভিসে আনার চিন্তা করে । কিন্ত বৈশ্বিক রাজনীতি, আধুনিক প্রযুক্তি এবং
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে তারা এক্সবি-৭০ এর প্রোজেক্ট বাতি
ল
করে এবং আরো উন্নত গবেষণার জন্য সুপারিশ করে । তখন বিজ্ঞানীদের
প্রচেষ্টায় উদ্ভাবিত হয় বি-১ এ । আফগানিস্তান ও ইরাকের সেনা অভিযানে এই
বোম্বার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । ধারনা করা হয় এটিকে ২০৩০ সাল পর্যন্ত
সার্ভিসে রাখা হবে এবং পরবর্তী প্রজন্মের বোম্বার দ্বারা রিপ্লেস করা হবে ।
সাধারণ বৈশিষ্ট্যঃ
দৈর্ঘ্যঃ ১৪৬ ফুট
প্রস্থঃ ১৩৭.১৪ ফুট
উচ্চতাঃ ৩৪.১২ ফুট
ওজনঃ ৮৭১০০ কেজি খালি অবস্থায় এবং ২১৬৪০০ কেজি ফুল লোডেড অবস্থায়
সর্বোচ্চ গতিঃ ১৩৪০ কিমি/ঘণ্টা
বোমাবহন ক্ষমতাঃ বাইরের ছয়টি হার্ডপয়েন্টে ২৩০০০ কেজি বোমা এবং ভেতরের তিনটি হার্ডপয়েন্টে ৩৪০০০ কেজি বোমা বহন করতে সক্ষম ।