SACHSEN CLASS জার্মান নৌবাহিনীর একটি স্টিলথ মাল্টিরোল গাইডেড মিসাইল ফ্রিগেট ওয়ারশীপ।
SACHSEN CLASS |
♦♦♦ Saschen ক্লাস ফ্রিগেটে রয়েছে অত্যাধুনিক Combined Diesel and Gas turbine ( CODAG ) propulsion system. ১ টি LM2500 গ্যাস টারবাইন, যা 23,500 kW এবং ২ টি MTU ডিজেল ইঞ্জিন যা 15 MW বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। যা একে সর্বচ্চ ২৯ নট বা ৫৪ কিঃমিঃ প্রতি ঘন্টা বেগে চলতে ও ৪০০০ নটিকাল মাইল অপারেশন চালাতে সহায়তা করে।
♦♦এই যুদ্ধজাহাজে রয়েছে 4-faced APAR
(Advanced Phased Array Radar) AESA X-band রাডার 360° কাভার করে।
♦♦ আরো রয়েছে লং-রেঞ্জ Thales SMART-L এয়ার সার্ভিলেন্স রাডার, যা ৪০০ কিঃমিঃ এর ভেতর যে কোন ব্যালিস্টিক মিসাইল কে ট্রেক ও ডিটেক্ট করতে পাড়ে এবং এটি সাইমলটেনিয়াসলি ১৫০০ টি টার্গেট ট্রেক করতে পারে।
♦♦ সাবমেরিন ডিটেক্ট এর জন্য রয়েছে ১ টি Atlas bow-mounted sonar.
#অস্ত্রসম্ভারঃ-
♦ 32 Mk41 VLS cells, যেখানে ২৪ টি SM-2 Blk IIIA (150+km) এবং ৩২ টি ESSM (50km) SAM বহন করা হয়।
♦ ২ টি RAM (Rolling Airframe Missile) CIWS, এই সিস্টেমস এ মোট ৪২ টি মিসাইল থাকে যার রেঞ্জ ১০ কিঃমিঃ।
♦ ৮ টি Harpoon AShM
♦ ১ টি 76 mm Oto Melara dual purpose gun.
♦ ২ টি MU90 lightweight torpedoes লাঞ্চার।
♦ ২ টি Rheinmetall 27 mm guns in remote weapons station.
♦এই যুদ্ধজাহাজের হ্যাংগারে ২ টি Sea Lynx Mk.88A বা 2 NH90 হেলিকপ্টার বহন করা হয় যা Torpedoes, Air-to-Surface missiles Sea Skua অথবা heavy machine gun এ সুসজ্জিত থাকে।
বর্তমানে Deutsche Marine (German Navy) তে এই ক্লাসের ৩ টি জাহাজ সার্ভিস রয়েছে এবং আরো একটি সার্ভিসে আনার পরিকল্পনা রয়েছে।