বাংলাদেশের তৈরি বিডি০৮ এবং ভারতের তৈরি ইনসাস রাইফেল।




বিডি০৮




 ভারতের তৈরি ইনসাস রাইফেল।


বিডি০৮ vs ইনসাস রাইফেলঃ

উপমহাদেশের অন্যতম সেরা দুটি অ্যাসল্ট রাইফেল হচ্ছে বাংলাদেশের তৈরি বিডি০৮ এবং ভারতের তৈরি ইনসাস রাইফেল।উভয় দেশই তাদের আর্মির স্টান্ডার্ড রাইফেল হিসেবে এদুটোকে ইস্যু করেছে।আসুন এদের মধ্যে একটু তুলনা করে দেখি।বিডি০৮ এর ওজন ৩.৪ কেজি এবং ইনসাসের ওজন ৪.১৫ কেজি এবং দৈর্ঘ্য যথাক্রমে ৯৫৫মি.মি. ও ৯৬০;কম ওজন ও কম দৈর্ঘ্যের রাইফেল ব্যবহার করা সহজ।বিডি০৮ রাইফেল থেকে ৫০০ মিটার দূরের টার্গেটে প্রতিমিনিটে ৭২০ রাউন্ড বুলেট নিক্ষেপ করা যায়।অপরদিকে ইনসাস রাইফেল থেকে ৪০০ মিটার দূরের টার্গেটে প্রতিমিনিটে ৬০০ রাউন্ড বুলেট নিক্ষেপ করা যায়।বিডি০৮ রাইফেলে ৭.৬২ মি.মি. কষ্টমাইজড বুলেট ব্যবহার করা হয় যা ক্ষেত্রবিশেষে বুলেটপ্রুফ জ্যাকেটকেও ভেদ করতে পারে (মুম্বাই হামলায় একে৪৭ থেকে নিক্ষেপিত ৭.৬২ মি.মি. বুলেট এক এনএসজি অফিসারের বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে তাকে হত্যা করতে সক্ষম হয়) অপরদিকে ইনসাস রাইফেলে ৫.৫৬ মি.মি. বুলেট ব্যবহার করা হয় যা শক্তবাধা অতিক্রম করতে পারেনা।প্রতি ইউনিট বিডি০৮ এর দাম ৩২০০০ টাকা এবং প্রতি ইউনিট ইনসাসের দাম ৩৬,০০০ রূপি/৪২,০০০ টাকা(১রূপি=১.১৬ টাকা)
তাহলে আপনারাই বলুন এদুটোর মাঝে কে সেরা?
Powered by Blogger.