সৌদি বিমান বাহিনীর একটি Typhoon T3 এয়ার সুপেরিওর মাল্টিরোল যুদ্ধবিমান।

Typhoon T3
 
মুসলিম বিশ্বের মোড়ল এই দেশটির কাছে অগণিত ধনসম্পদ থাকায় পৃথিবীর সর্বাধুনিক সব মিলিটারি ইকুইপমেন্ট তারা ব্যবহার করে। আসলে তারা ব্যবহার করে বললে ভুল হবে,, বলা উচিৎ সৌদিআরব এর হাতে রয়েছে। কেননা অতিরিক্ত প্রাচুর্যের দাম্ভিকতায় এই রাষ্ট্রের ৯০% এর অধিক জনগণ নিজে কিছু না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়াকেই বেশি গৌরবময় মনে করে। তার সবচাইতে বড় উদাহরণ রাজকীয় সৌদি বিমান বাহিনী। নামে সৌদি বিমান বাহিনী হলেও উর্ধতন কর্মকর্তা ব্যতীত এই বাহিনীর ৮০-৮৫% পাইলট ও ক্রু ই বিদেশী অর্থাৎ তারা অন্য দেশের নাগরিক যারা সৌদিআরব এর বেতনভুক্ত পেশাদার পাইলট এই পাইলটদের ভেতর অধিকাংশ ই পাকিস্তানী,,, এছাড়া ব্রিটিশ, আমেরিকান, টার্কিশ সহ অন্য কিছু রাষ্ট্রের নাগরিক রয়েছে। এর মূলকারণ হচ্ছে সৌদি নাগরিক রা সামরিক পেশার চাইতে অধিক বেতনের তৈল উত্তোলন ব্যবসা বা প্রতিষ্ঠানে চাকুরী করতে বেশু আগ্রহী।
Powered by Blogger.