বাংলাদেশ সেনাবাহিনির ব্যববহৃত A to Z অস্ত্রসমূহ
একনজরে বাংলাদেশে সেনাবাহিনির ব্যবহৃত অস্ত্রসমূহঃ
★Main Battle Tank
★Light Tank
★Armoured Personnel Carrier
★Mortar
★Multiple Rocket Launcher
★Surface to Air Missile Launcher ★Aircraft
এছাড়াও বেশ কিছু এন্টি ট্যাঙ্ক গান এবং এন্টি এয়ার ক্রাফট মিসাইল রয়েছে
ইনফেন্ট্রি অস্ত্র
★এফএস ৩৫ পিস্তল
★স্টারলিং এল২ সাবমেশিন গান
★এমপি৫ সাবমেশিন গান
★এফএন এফএএল এ্যাসাল্ট রাইফেল
★জি৩ এ্যাসাল্ট রাইফেল
★একে-৪৭ এ্যাসাল্ট রাইফেল
★এসকেএস রাইফেল
★বিডি-০৮ এ্যাসাল্ট রাইফেল
★টাইপ ৫৬ এ্যাসাল্ট রাইফেল
★টাইপ ৮১ এ্যাসাল্ট রাইফেল
★একে-১০৩ এ্যাসাল্ট রাইফেল
★একেএম এ্যাসাল্ট রাইফেল
★এম৪ কার্বিন
★এইচকে১১এ১/২১এ১ মেশিন গান
★আরপিডি মেশিন গান
★DShk 1938 হেভি মেশিন গান
★ব্র্যান এল৪ হালকা মেশিন গান
★এমজি৩ মেশিন গান
★এমএসজি৯০ স্নাইপার রাইফেল
★কার্ল গুস্তাভ এম২ এন্টি-ট্যাংক উইপন
★হুইল্ড আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)
বিটিআর-৮০ - এটি রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রধানতম আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)।
৬৬ আল-ফাহ্দ ইনফেন্ট্রি ফাইটিং ভেইকেল ২৪০ - মিশরের তৈরি,
৯ আরএন-৯৪ তুরস্ক ও রোমানিয়ার তৈরি, ৬x৬ আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)।
ট্র্যাক্ট আর্মার্ড ফাইটিং ভ্যাইকেলস্
বিটিআর-টি - এটি বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের দ্বারা টি-৫৪/৫৫ এমবিটি হতে রূপান্তরিত আর্মড ফাইটিং ভেইকেলস্ (এএফভি)।
আর্মি প্রায় শ’খানেক এমবিটি-কে আধুনিক সুরক্ষিত হেভি এপিসি-তে রূপান্তরিত করেছে। এপিসির প্রয়োজনীয় যন্ত্রাংশ রাশিয়া হতে সংগ্রহীত এবং স্থানীয়ভাবে সংযোজিত।
এম ১১৩ - এটি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের তৈরি। বাংলাদেশ শুধুমাত্র শান্তি রক্ষা মিশনে ব্যবহারের জন্য লিজ নিয়েছে।
এমটি-এলবি - এটি রাশিয়ার তৈরি হালকা অস্ত্রে সজ্জিত এপিসি। বাংলাদেশ আর্মির কাছে ২০টি এমটি-এলবি আছে।
ওয়াইডাব্লিউ-৫৩১ (টাইপ ৮৫) - চীনের তৈরি এই এপিসিতে একটি ১২.৭ মিমি ভারী মেশিনগান ও ১০ জনের বসার জায়গা আছে। বাংলাদেশের কাছে এই এপিসি ৫০টি আছে।
★লাইট ব্যাটেল ট্যাংক (এলবিটি)
টাইপ ৬২ - চীনের তৈরি এই ট্যাংক জলাভূমি, জঙ্গলাকীর্ণ এবং পাহাড়ি এলাকায় চলাচল উপযোগী। বাংলাদেশের কাছে মোট ১৪২টি এই ধরনের ট্যাংক আছে। পরবর্তীতে এতে লেজার রেঞ্জ ফাইন্ডার যুক্ত করা হয়েছে এবং উচ্চ বিস্ফোরক ট্যাংক বিধ্বংসী (HEAT) গোলার ঘাতসহ করা হয়েছে।
★মেইন ব্যাটেল ট্যাংক (এমবিটি)
টাইপ ৫৪/৫৫ - রাশিয়ার তৈরি এমবিটি, বর্তমানে এগুলোকে এপিসি, আইএফভি ও এসপিএইচ-এ পরিবর্তিত ও উন্নীত করা হচ্ছে যাতে সামনে আরও অনেক বছর এগুলো কাজে লাগানো যায়।
টাইপ ৫৯ II- রাশিয়ান টাইপ ৫৪এ মেইন ব্যাটেল ট্যাংকের চীনা সংস্করণ। ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ টাইপ ৫৪এ এমবিটি সহ ১২০টা ট্যাংক চীন থেকে কিনেছে।
টাইপ ৯৬- বাংলাদেশে আর্মিতে আছে।
টাইপ ৭৯ - চীনের তৈরি টাইপ ৬৯ এমবিটি-এর উন্নত সংস্করণ। বর্তমানে বাংলাদেশ প্রায় শ’খানেক টাইপ ৭৯ এমবিটি ব্যবহার করছে।
★এন্টি এয়ারক্রাফ্ট আর্টিলারী
এম-৫৩/১
এম-৫৩/২
টাইপ ৫৫
টাইপ ৫৬
টাইপ ৫৮
টাইপ ৫৯
টাইপ ৯০
জেডপিইউ-১
জেডপিইউ-২৩
এইচএন-৫
কিউডাব্লিউ-২ - স্থানীয়ভাবে তৈরি
আরবিএস-৭০ - অসমর্থিত
মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম
কেআরএল ১২২ এটি ডঃ এ কিউ খান রিসার্চ ল্যাবের তৈরি মাল্টিপল রকেট লঞ্চার। ৩০ ব্যারেল বিশিষ্ট এই রকেট লঞ্চারের সর্বোচ্চ পাল্লা ২০.৩৮ কিমি।
টাইপ ৯০ এটি চীনের তৈরি ১২২ মিমি একাধিক রকেট নিক্ষেপক।
স্ব-চালিত হুইটজার
পিএলজেড-৪৫ চীনের তৈরি ১৫৫ মিমি লেজার নিয়ন্ত্রিত হুইটজার। সর্বোচ্চ পাল্লা ৪৫ কিমি এবং লক্ষ ভেদের সম্ভাবনা ৯০ শতাংশ।
স্থানীয়ভাবে তৈরি স্ব-চালিত হুইটজার বাংলাদেশ সেনা বাহিনী তাদের বাড়তি টি-৫৫ এমবিটি-র কাঠামোকে ব্যবহার করে স্থানীয়ভাবে এটি তৈরি করেছে।
★Main Battle Tank
★Light Tank
★Armoured Personnel Carrier
★Mortar
★Multiple Rocket Launcher
★Surface to Air Missile Launcher ★Aircraft
এছাড়াও বেশ কিছু এন্টি ট্যাঙ্ক গান এবং এন্টি এয়ার ক্রাফট মিসাইল রয়েছে
ইনফেন্ট্রি অস্ত্র
★এফএস ৩৫ পিস্তল
★স্টারলিং এল২ সাবমেশিন গান
★এমপি৫ সাবমেশিন গান
★এফএন এফএএল এ্যাসাল্ট রাইফেল
★জি৩ এ্যাসাল্ট রাইফেল
★একে-৪৭ এ্যাসাল্ট রাইফেল
★এসকেএস রাইফেল
★বিডি-০৮ এ্যাসাল্ট রাইফেল
★টাইপ ৫৬ এ্যাসাল্ট রাইফেল
★টাইপ ৮১ এ্যাসাল্ট রাইফেল
★একে-১০৩ এ্যাসাল্ট রাইফেল
★একেএম এ্যাসাল্ট রাইফেল
★এম৪ কার্বিন
★এইচকে১১এ১/২১এ১ মেশিন গান
★আরপিডি মেশিন গান
★DShk 1938 হেভি মেশিন গান
★ব্র্যান এল৪ হালকা মেশিন গান
★এমজি৩ মেশিন গান
★এমএসজি৯০ স্নাইপার রাইফেল
★কার্ল গুস্তাভ এম২ এন্টি-ট্যাংক উইপন
★হুইল্ড আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)
বিটিআর-৮০ - এটি রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রধানতম আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)।
৬৬ আল-ফাহ্দ ইনফেন্ট্রি ফাইটিং ভেইকেল ২৪০ - মিশরের তৈরি,
৯ আরএন-৯৪ তুরস্ক ও রোমানিয়ার তৈরি, ৬x৬ আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)।
ট্র্যাক্ট আর্মার্ড ফাইটিং ভ্যাইকেলস্
বিটিআর-টি - এটি বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের দ্বারা টি-৫৪/৫৫ এমবিটি হতে রূপান্তরিত আর্মড ফাইটিং ভেইকেলস্ (এএফভি)।
আর্মি প্রায় শ’খানেক এমবিটি-কে আধুনিক সুরক্ষিত হেভি এপিসি-তে রূপান্তরিত করেছে। এপিসির প্রয়োজনীয় যন্ত্রাংশ রাশিয়া হতে সংগ্রহীত এবং স্থানীয়ভাবে সংযোজিত।
এম ১১৩ - এটি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের তৈরি। বাংলাদেশ শুধুমাত্র শান্তি রক্ষা মিশনে ব্যবহারের জন্য লিজ নিয়েছে।
এমটি-এলবি - এটি রাশিয়ার তৈরি হালকা অস্ত্রে সজ্জিত এপিসি। বাংলাদেশ আর্মির কাছে ২০টি এমটি-এলবি আছে।
ওয়াইডাব্লিউ-৫৩১ (টাইপ ৮৫) - চীনের তৈরি এই এপিসিতে একটি ১২.৭ মিমি ভারী মেশিনগান ও ১০ জনের বসার জায়গা আছে। বাংলাদেশের কাছে এই এপিসি ৫০টি আছে।
★লাইট ব্যাটেল ট্যাংক (এলবিটি)
টাইপ ৬২ - চীনের তৈরি এই ট্যাংক জলাভূমি, জঙ্গলাকীর্ণ এবং পাহাড়ি এলাকায় চলাচল উপযোগী। বাংলাদেশের কাছে মোট ১৪২টি এই ধরনের ট্যাংক আছে। পরবর্তীতে এতে লেজার রেঞ্জ ফাইন্ডার যুক্ত করা হয়েছে এবং উচ্চ বিস্ফোরক ট্যাংক বিধ্বংসী (HEAT) গোলার ঘাতসহ করা হয়েছে।
★মেইন ব্যাটেল ট্যাংক (এমবিটি)
টাইপ ৫৪/৫৫ - রাশিয়ার তৈরি এমবিটি, বর্তমানে এগুলোকে এপিসি, আইএফভি ও এসপিএইচ-এ পরিবর্তিত ও উন্নীত করা হচ্ছে যাতে সামনে আরও অনেক বছর এগুলো কাজে লাগানো যায়।
টাইপ ৫৯ II- রাশিয়ান টাইপ ৫৪এ মেইন ব্যাটেল ট্যাংকের চীনা সংস্করণ। ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ টাইপ ৫৪এ এমবিটি সহ ১২০টা ট্যাংক চীন থেকে কিনেছে।
টাইপ ৯৬- বাংলাদেশে আর্মিতে আছে।
টাইপ ৭৯ - চীনের তৈরি টাইপ ৬৯ এমবিটি-এর উন্নত সংস্করণ। বর্তমানে বাংলাদেশ প্রায় শ’খানেক টাইপ ৭৯ এমবিটি ব্যবহার করছে।
★এন্টি এয়ারক্রাফ্ট আর্টিলারী
এম-৫৩/১
এম-৫৩/২
টাইপ ৫৫
টাইপ ৫৬
টাইপ ৫৮
টাইপ ৫৯
টাইপ ৯০
জেডপিইউ-১
জেডপিইউ-২৩
এইচএন-৫
কিউডাব্লিউ-২ - স্থানীয়ভাবে তৈরি
আরবিএস-৭০ - অসমর্থিত
মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম
কেআরএল ১২২ এটি ডঃ এ কিউ খান রিসার্চ ল্যাবের তৈরি মাল্টিপল রকেট লঞ্চার। ৩০ ব্যারেল বিশিষ্ট এই রকেট লঞ্চারের সর্বোচ্চ পাল্লা ২০.৩৮ কিমি।
টাইপ ৯০ এটি চীনের তৈরি ১২২ মিমি একাধিক রকেট নিক্ষেপক।
স্ব-চালিত হুইটজার
পিএলজেড-৪৫ চীনের তৈরি ১৫৫ মিমি লেজার নিয়ন্ত্রিত হুইটজার। সর্বোচ্চ পাল্লা ৪৫ কিমি এবং লক্ষ ভেদের সম্ভাবনা ৯০ শতাংশ।
স্থানীয়ভাবে তৈরি স্ব-চালিত হুইটজার বাংলাদেশ সেনা বাহিনী তাদের বাড়তি টি-৫৫ এমবিটি-র কাঠামোকে ব্যবহার করে স্থানীয়ভাবে এটি তৈরি করেছে।