" ইন্ডিয়ান আর্মি রেপ আস্ "
হাজার বছরের সভ্যতার ইতিহাসে 'ভারত' রাষ্ট্রটির জন্ম মাত্র ৭০ বছর
পূর্বে ; এর পূর্বে ভারতবর্ষ নামে এই অঞ্চলটি ৮০০ বছর ধরে মুসলিম শাসনের
অধীন ছিল ;
কিন্তু ক্ষমতা লোভী গুটি কয়েক মুসলিম বিশ্বাসঘাতক ও উগ্র হিন্দুত্ব বাদী চক্রান্তকারীর যোগ সাজশে ব্রিটিশ বেণিয়ারা স্বাধীনতা পূর্ব ২০০ বছর ব্রিটিশ কলোনি বানিয়ে ভারতবর্ষের শাসন ক্ষমতায় হিন্দুত্ব বাদ প্রতিষ্ঠা করে এক প্রতিহিংসা পরায়ণ রাম রাজত্ব বানানোর ষোল কলা পূর্ণ করে বিদেয় হয় এবং গোলামী আলখেল্লাটা ভালোভাবে ফিটিং ম্যাচ করে গায়ে চড়িয়ে যায় দাদাবাবু ও তার দোসর নাস্তিক লেবাস ধারীদের মন মানস ও গতরে ;
বলা বাহুল্য, ৪৭'পূর্ব এ অঞ্চলটিকে ব্রিটিশ-ভারত বলা হতো বা এটি ব্রিটিশ কলোনিয়াল শাসিত অঞ্চল হিসাবে পরিচিতি পেয়েছিল এবং ব্রিটিশ বেণিয়া শাসকদের সহযোগী হিসাবে হিন্দু প্রভাবশালীরা পরম চাটুকর মিত্র হয়ে নিজেদের আখের গোছাতে ও প্রধানত দীর্ঘ মুসলিম সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে ;
যদিও ব্রিটিশ-ভারত সূচনা লগ্ন থেকেই মুসলিম নেতৃত্ব ও সেপাহসালার ফারায়জি, তিতুমির ইত্যাদি বলিষ্ঠ সংগ্রাম ও প্রতিবাদের মধ্য দিয়ে ব্রিটিশ খেদাও ও হারানো স্বাধীনতা পুনরুদ্ধারে জীবন-মৃত্যু বাজী রেখে লড়াই অব্যাহত রাখে ;
কিন্তু ক্ষমতা লোভী গুটি কয়েক মুসলিম বিশ্বাসঘাতক ও উগ্র হিন্দুত্ব বাদী চক্রান্তকারীর যোগ সাজশে ব্রিটিশ বেণিয়ারা স্বাধীনতা পূর্ব ২০০ বছর ব্রিটিশ কলোনি বানিয়ে ভারতবর্ষের শাসন ক্ষমতায় হিন্দুত্ব বাদ প্রতিষ্ঠা করে এক প্রতিহিংসা পরায়ণ রাম রাজত্ব বানানোর ষোল কলা পূর্ণ করে বিদেয় হয় এবং গোলামী আলখেল্লাটা ভালোভাবে ফিটিং ম্যাচ করে গায়ে চড়িয়ে যায় দাদাবাবু ও তার দোসর নাস্তিক লেবাস ধারীদের মন মানস ও গতরে ;
বলা বাহুল্য, ৪৭'পূর্ব এ অঞ্চলটিকে ব্রিটিশ-ভারত বলা হতো বা এটি ব্রিটিশ কলোনিয়াল শাসিত অঞ্চল হিসাবে পরিচিতি পেয়েছিল এবং ব্রিটিশ বেণিয়া শাসকদের সহযোগী হিসাবে হিন্দু প্রভাবশালীরা পরম চাটুকর মিত্র হয়ে নিজেদের আখের গোছাতে ও প্রধানত দীর্ঘ মুসলিম সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে ;
যদিও ব্রিটিশ-ভারত সূচনা লগ্ন থেকেই মুসলিম নেতৃত্ব ও সেপাহসালার ফারায়জি, তিতুমির ইত্যাদি বলিষ্ঠ সংগ্রাম ও প্রতিবাদের মধ্য দিয়ে ব্রিটিশ খেদাও ও হারানো স্বাধীনতা পুনরুদ্ধারে জীবন-মৃত্যু বাজী রেখে লড়াই অব্যাহত রাখে ;
যার
শেষ দফারফা হয় ৪৭'এ, তথা পাকিস্তান-ভারত বিভাজনে এবং এভাবেই 'পাকিস্তান'
রাষ্ট্রটি ভারতবর্ষ তথা উপমহাদেশের ইতিহাসে মুসলিম অধিকার ও মূল্যবোধ
প্রতিষ্ঠার প্রতীক হয় এবং হিন্দুত্ব বাদী আগ্রাসনের বিরুদ্ধে যমদূত হিসাবে
আবির্ভূত হয় বৃহৎ একটি জন গোষ্ঠীর স্বাধিকার, ধর্ম, বিশ্বাস ও মূল্যবোধ
সুরক্ষায় ;
সল্প কথার এই ছোট্ট ইতিহাস টুকরো টুকরো হওয়া ভারতবর্ষকে কি কোন শিক্ষা দিয়েছে ? বা ভারত রাষ্ট্রটি সত্যিই কি রাম-রাবণের প্রছায়া বা কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে ?
বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা বা মিয়ানমার বেষ্টনীর 'ভারত' রাষ্ট্রটি কি পৌরাণিক লংকার ঐতিহাসিক প্রত্যায়ন ?
স্বাধীনতাকামী কাশ্মীরিরা ভারতের অখণ্ডতার জন্য এক সময় পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেও তাদের স্বাধিকার ফিরে পায় না কেন ? ভারতীয় বাহিনীর পেলেট বুলেটে মহিলা, যুবক, শিশুরা অন্ধত্ব বরণ করে কি বিশ্ব বিবেককে অন্ধ করেনা ?
স্বাধীনতাকামী মনিপুরি নারীরা যখন ইন্ডিয়ান আর্মির নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের শিকার হয়ে রাস্তায় উলঙ্গ বদনে ধর্ষণের আহ্বান জানায়, তখন সভ্যতা কি দিগম্বর হয়না ?
স্বাধীনতা কামীদের রক্তে প্লাবিত 'ভারত' রাম'এর জয়ে নয়, রাবণের পরাজিত হাহাকারে সিক্ত- কারণ 'রাম' ছিল আগ্রাসী এবং 'রাবণ' ছিল স্বাধীনতাকামী !
সল্প কথার এই ছোট্ট ইতিহাস টুকরো টুকরো হওয়া ভারতবর্ষকে কি কোন শিক্ষা দিয়েছে ? বা ভারত রাষ্ট্রটি সত্যিই কি রাম-রাবণের প্রছায়া বা কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে ?
বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা বা মিয়ানমার বেষ্টনীর 'ভারত' রাষ্ট্রটি কি পৌরাণিক লংকার ঐতিহাসিক প্রত্যায়ন ?
স্বাধীনতাকামী কাশ্মীরিরা ভারতের অখণ্ডতার জন্য এক সময় পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেও তাদের স্বাধিকার ফিরে পায় না কেন ? ভারতীয় বাহিনীর পেলেট বুলেটে মহিলা, যুবক, শিশুরা অন্ধত্ব বরণ করে কি বিশ্ব বিবেককে অন্ধ করেনা ?
স্বাধীনতাকামী মনিপুরি নারীরা যখন ইন্ডিয়ান আর্মির নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের শিকার হয়ে রাস্তায় উলঙ্গ বদনে ধর্ষণের আহ্বান জানায়, তখন সভ্যতা কি দিগম্বর হয়না ?
স্বাধীনতা কামীদের রক্তে প্লাবিত 'ভারত' রাম'এর জয়ে নয়, রাবণের পরাজিত হাহাকারে সিক্ত- কারণ 'রাম' ছিল আগ্রাসী এবং 'রাবণ' ছিল স্বাধীনতাকামী !