মার্কিন ইউ-২ গোয়েন্দা বিমান বিধ্বস্ত
আমেরিকার গোয়েন্দা বিমান ইউ-২
বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত এবং
অপর জন আহত হয়েছে। আকাশে ওড়ার
পরই বিমানটি নর্দার্ন ক্যারিলোনাতে বিধ্বস্ত হয় বলে
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
মার্কিন এ অঙ্গরাজ্যের রাজধানী
স্যাক্রেমেন্টোর দক্ষিণে এক
ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়েছে
বলে লস অ্যাঞ্জেলস টাইমস
জানিয়েছে। বিধ্বস্ত হওয়ার আগেই
পাইলটরা বিমান থেকে বের হওয়ার
সুযোগ পেয়েছিলেন।
মার্কিন বিমান বাহিনীর টুইটারে
প্রথমে বলা হয়েছিল, পাইলটরা
নিরাপদে বের হয়ে আসতে সক্ষম
হয়েছেন এবং তাদের কোনো ক্ষতি হয়নি।
বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত এবং
অপর জন আহত হয়েছে। আকাশে ওড়ার
পরই বিমানটি নর্দার্ন ক্যারিলোনাতে বিধ্বস্ত হয় বলে
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
মার্কিন এ অঙ্গরাজ্যের রাজধানী
স্যাক্রেমেন্টোর দক্ষিণে এক
ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়েছে
বলে লস অ্যাঞ্জেলস টাইমস
জানিয়েছে। বিধ্বস্ত হওয়ার আগেই
পাইলটরা বিমান থেকে বের হওয়ার
সুযোগ পেয়েছিলেন।
মার্কিন বিমান বাহিনীর টুইটারে
প্রথমে বলা হয়েছিল, পাইলটরা
নিরাপদে বের হয়ে আসতে সক্ষম
হয়েছেন এবং তাদের কোনো ক্ষতি হয়নি।
কিন্তু পরবর্তী টুইট বার্তায় একজন পাইলট
নিহত হওয়ার কথা জানানো হয়। অবশ্য
দ্বিতীয় পাইলটের অবস্থা সম্পর্কে
কিছু জানানো হয় নি।
অবশ্য প্রশিক্ষণ চলাকালে বিমানটি
বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন
সেনাবাহিনী।
নিহত হওয়ার কথা জানানো হয়। অবশ্য
দ্বিতীয় পাইলটের অবস্থা সম্পর্কে
কিছু জানানো হয় নি।
অবশ্য প্রশিক্ষণ চলাকালে বিমানটি
বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন
সেনাবাহিনী।