মিসাইলকে ফাঁকি
দুটি ভিন্ন ভিন্ন বিমানের ফ্লেয়ার উৎক্ষেপণ কৌশল,উপরের বিমানটি এ-৪০০ এবং নীচেরটি সি-১৩০।সাধারণতঃ তাপশিকারী মিসাইল গুলোকে ফাঁকি দিতে স্বাভাবিক নিরাপত্তার অংশ হিসেবে বিমান গুলো এই ব্যাবস্থা গ্রহণ করে।আমার কাছে অবশ্য এয়ারবাসের ফ্লেয়ার ছুড়ার ভঙ্গি বেশ ভাল লেগেছে,এতে ফ্লেয়ার গুলো উপরে নীচে ডানে বামে ছুড়ে দেওয়া হয়েছে,অপরদিকে হারকিউলিস শুধু নীচে এবং ডানে বামে ছড়িয়ে দিয়েছে।স্বাভাবিক ভাবেই এয়ারবাস কাভার করছে উপরের অংশ সহ,অপরদিকে হারকিউলিস একদিক বাদে।