TAI TFX তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি ডেভেলপড স্টেলথ যুদ্ধবিমান
TAI TFX হলো দুই ইঞ্জিন বিশিষ্ট, অলওয়েদার,স্টেলথ যুদ্ধবিমান যা তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে।এছাড়াও এই প্রজেক্টে টেকনিক্যাল এসিস্টেন্স করছে বিখ্যাত ব্রিটিস সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি BAE Systems. মূলত তুরস্কের বিমানবাহিনীর এফ-১৬ গুলোকে ভবিষ্যতে রিপ্লেস করতে এই প্রজেক্ট পরিচালনা করছে তুরস্ক।এই যুদ্ধবিমান তৈরিতে এফ-৩৫ তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে তুরস্ক।এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টে মোট প্রোগ্রাম কস্ট ২৫ বিলিয়ন মার্কিন ডলার।২০২৩ নাগাদ এই যুদ্ধবিমানগুলো সার্ভিসে আসতে পারে এবং মোট ২৫০ টি এরকম যুদ্ধবিমান তৈরি করবে তুরস্ক।প্রতিটি বিমানের ইউনিট কস্ট হবে ১০০-১১০ মিলিয়ন মার্কিন ডলার।
নিচে TAI TFX এর কিছু প্রোটোটাইপ এর ছবি দেওয়া হলোঃ
(Picture source- Internet)