মোহাজের ড্রোন(ইরান)
মোহাজের হলো ইরানের তৈরি ইউ.এ.ভি ড্রোন।এই ড্রোনগুলো মূলত গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়।ইরাক-ইরান যুদ্ধের সময় প্রথম এই ড্রোন সিরিজেত ডেভেলপমেন্ট শুরু করে ইরান।ইরাক-ইরান যুদ্ধে ইরান এই ড্রোনগুলো গোয়েন্দাকাজে ব্যবহার করে এবং শত্রুঘাটিতে আক্রমণের জন্য এই ড্রোনে ৬ টি আর.পি.জি ইনস্টল করে যা ছিলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রথম আর্মড ড্রোন।
এই ড্রোনগুলোর বেশ কয়েকটি প্রকারভেদ আছে এবং এই ড্রোনের সবচেয়ে আপগ্রেড ভার্সন হলো মোহাজের-৪।ইরান ছাড়াও হিজবুল্লাহ,সিরিয়া,ভেনিজুয়েলা,সুদান এই ড্রোনগুলো ব্যবহার করে।
এই ড্রোনের উন্নত ভার্সন M2N এ ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে এমন ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এগুলোতে মিসাইলও ইন্সটল করা যায়।এই ড্রোনগুলো রানওওয়ে ছাড়াই উড়তে পারে এবং প্যারাসুটের সাহায্যে অবতরণ করতে পারে।
![]() |
(Picture from- Fars News Agency) |
এই ড্রোনের কিছু সাধারণ বৈশিষ্ট্যঃ




