১৯৮৭ সালের দিকে আউজু স্ট্রিপ নিয়ে লিবিয়া এবং চাদের সীমান্তবর্তী অঞ্চলে এই দুই দেশের মধ্যে একটি যুদ্ধ সংঘঠিত হয় যা টয়োটা যুদ্ধ নামে খ্যাত।লিবিয়ার উন্নত সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার মতো তেমন কোনো অস্ত্রই ছিলোনা চাদের।তাই এই যুদ্ধে চাদের সহায়তায় এগিয়ে আসে ফ্রান্স।তবে কোনো যুদ্ধাস্ত্র না চাদকে ৪০০ টি টয়োটা পিক আপ ট্রাক সরবরাহ করে ফ্রান্স।এই ট্রাকগুলোতে এন্টি এয়ারক্রাফট গান এবং এন্টি ট্যাংক গাইডেড মিসাইল ইনস্টল করে চাদ।যুদ্ধক্ষেত্রে চাদের এই পিক আপ ট্রাকগুলোর বিরুদ্ধে দাড়াতেই পারেনি লিবিয়ান ট্যাংক এবং এপিসি ফোর্স।ফলশ্রুতিতে চাদের কাছে নির্মভাবে পরাজিত হয় লিবিয়া।এই যুদ্ধে লিবিয়ার মোট ৭,৫০০ সৈন্য নিহত হয় এবং ৮০০ ট্যাংক-এপিসি,২৮ টি যুদ্ধবিমান ধ্বংস হয়।অন্যদিকে চাদের ১০০০ সৈন্য নিহত হয়।
TAYOTA War এর কিছু ছবি-
(picture Source| internet)