বাংলাদেশ প্রথমবারের মত অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণে সফলতা অর্জন করেছে

দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে দেশেই
দেশে প্রথমবারের মত অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণে সফলতা অর্জন করেছে খুলনা শিপইয়ার্ড। মাত্র দুই বছরে চীনের কারিগরি সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য দুটি লার্জ পেট্রোল ক্রাফট বা এলপিসি নির্মাণ করেছে সংস্থাটি।
আগামী ৮ নভেম্বর রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ নবনির্মিত ওই যুদ্ধ জাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন বলে আশা করা হচ্ছে।
২০১৪ সালের ৩০জুন বাংলাদেশ নৌবাহিনীর জন্য দুটি লার্জ পেট্রোল ক্রাফট বা বড় যুদ্ধ জাহাজ নির্মাণে চুক্তিবদ্ধ হয় খুলনা শিপইয়ার্ড। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চীনের যুদ্ধজাহাজ বিশেষজ্ঞদের কারিগরি সহায়তায় মাত্র দুই বছরের প্রচেষ্টায় জাহাজ দু’টির নির্মাণ কাজ শেষ হয়।
নবনির্মিত বিএন নিশান ও দুর্গম নামের যুদ্ধ জাহাজের প্রতিটি’র দৈর্ঘ্য ৬৪ দশমিক ২মিটার ও প্রস্থ ৯মিটার এবং গভীরতা ৪ মিটার। সমুদ্র পথে ঘণ্টায় ২৫’নটিক্যাল মাইল চলাচলে ক্ষমতা সম্পন্ন এ জাহাজে স্বয়ংক্রিয় মিসাইল ও অত্যাধুনিক যুদ্ধাস্ত্রসহ একসাথে ৭০’জন নাবিক থাকতে পারবেন।
দেশের জন্য গৌরবময় এ কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত শ্রমিক-কর্মচারীরা।
৮’শ কোটি টাকা ব্যয়ে দেশে নির্মিত এ জাহাজ দু’টি সংযোজনের মাধ্যমে বাড়বে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা।
Powered by Blogger.