মনে করুন আপনি একটা যুদ্ধবিমানের ড্রাইভার!

মনে করুন আপনি একটু যুদ্ধবিমানের ড্রাইভার! 😜 
আপনাকে রাডার গাইডেড মিসাইল মারা হলো! 😷
আপনার তো অবস্থা খারাপ....
কেননা IR কিংবা RF গাইডেড মিসাইল গুলা আপনি ফ্লেয়ার/চ্যাফ দিয়ে বিভ্রান্ত করতে পারবেন?
কিন্তু এক্টিভ রাডার হোমিং কে?
.
এগুলো ফ্লেয়ার কে গোনায় ইই ধরে না...
তাইলে উপায় কি?
ইজেক্ট করে বেরিয়ে যাবেন? 😜😂😂


.


**এবার মূল কথায় আসি...
ছবিতে আপনারা এফ-১৬ ফাইটিং ফ্যালকন এর উইং ফাইলনে একটা #আরএফএল পাইপ সদৃশ বস্তু দেখতে পাচ্ছেন 😜😂😂
এগুলো আসলে "টাওয়েড রাডার ডিকয়" বা সংক্ষেপে TRD ।
 ছবিতে যেটা দেখছেন সেটার নাম AN/ALE-50। 

টাওয়েড রাডার ডিকয় মূলত এন্টি মিসাইল ইলেকট্রনিক কাউন্টারমেজার ডিকয় সিস্টেম।এটা ডেভেলপ করেছে Raytheon।
(ডিফেন্স গ্রূপের পোলাপান Raytheon কে খুব ভালোভাবে ইই চিনে 😂)
.
ইউএস এয়ারফোর্স এর পাইলটরা একে ডাকে "Little Buddy"।তাদের জন্য এই জিনিস পরম নির্ভরতার প্রতীক।রাডার গাইডেড সারফেস-টু-এয়ার এবং এয়ার-টু-এয়ার থেকে এই জিনিস আপনাকে সুরক্ষা দিতে সক্ষম।
.
ALE-50 প্রথমবারের মতো ১৯৯৫ সালে F/A-18E/F Super Hornet ও B-1B lancer এ ইনস্টল করা হয়।বহুবার লাইভ মিসাইল ফায়ার করে এর পরীক্ষা নেয়া হয়েছে।এখন পর্যন্ত এটি ব্যর্থ হয় নি।
.
বলা বাহুল্য যে এই ছোট একটা জিনিস প্রত্যেক টার দাম 22000 ডলার, যা মিলিয়ন ডলারের স্যাম এর হাত থেকে এয়ারক্রাফট কে রক্ষা করতে পারে।
.
এবার আসি টাওয়েড রাডার ডিকয় কিভাবে কাজ করে। AN/ALE-55 এর কাজ করার সিস্টেম টা বলছি।
.
একটি TRD এয়ারক্রাফট এর জন্য মূলত তিন স্তরের ডিফেন্স লেয়ার তৈরি করে।
.
১-এনিমি রাডারকে ট্র্যাক করতে বাধা সৃষ্টি করে।মূল এয়ারক্রাফট এর মাদার সিগন্যাল নকল করে এবং বারবার সিগন্যাল উল্টাপাল্টা করে।
অর্থাৎ রাডার অপারেটর একবার তার ট্র্যাককৃত অবজেক্ট কে এয়ারক্রাফট মনে করবে,আবার পরক্ষণেই পাখি মনে করবে 😷 (কাউয়া 😂 )
.
২-মনে করুন রাডার অপারেটর কয়েকদফা বেকুব হওয়ার পর অতিকষ্টে অবজেক্ট কে লক করে ফেললো।রাডার লক হলেই এয়ারক্রাফট এর আর্লি ওয়ার্নিং সিস্টেম পাইলট কে সিগন্যাল দিতে শুরু করে যে আপনাকে লক করে হয়েছে, যেকোনো মুহূর্তে মিসাইল আসবে 😷😎
কিন্তু টাওয়েড রাডার ডিকয় রাডার লক কে ভেঙে দিতে সক্ষম!
.
কিন্তু কিভাবে?
.
আবারো মূল এয়ারক্রাফট এর মাদার সিগন্যাল নকল করে রাডারে ধরা দেয়।রাডার অপারেটর হয় সেটাকে আরেকটা এয়ারক্রাফট হিসেবে ডিটেক্ট করবে,নাহয় আগের রাডার লক কে ভুল হিসেবে ধরে নিয়ে কারেকশন করবে।
(আরে মিয়া,তুমি বি-২ মনে করে আকাশের কাউয়া রে ডিটেক্ট করেছ 😂😜)
.
৩-ধরুন চেছড়া টাইপের রাডার যাকে আপনি বেকুব বানাতে পারবেন না।
সেক্ষেত্রে?
.
সেক্ষেত্রে রাডার লক এবং আপনার দিকে মিসাইল ফায়ার করা হলো।
এবার কি করবেন...?😎
.
.
সমস্যা নেই...
টাওয়েড রাডার ডিকয় হতে ১০০ মিটার লম্বা একটি ফাইবার অপটিক ক্যাবল বেড়িয়ে আসে এবং এতে লাগানো পড (যার নিজস্ব পাওয়ার লাইন থাকে) মূল এয়ারক্রাফট এর সিগন্যাল নকল করে মিসাইল কে নিজের দিকে আকৃষ্ট করে।
এখন মিসাইল মারার পর আপনি যদি ম্যাক ওয়ান গতিতে থাকেন তবে যেই মুহূর্তে মিসাইল ডিকয় তে হিট করবে,সেই মুহূর্তে আপনি বিস্ফোরণস্থলের থেকে ১০০+১৭৬=২৭৬ মিটার দূরে সরে যাবেন....
এখানে ১০০ মিটার আপনার ডিকয় ক্যাবলের দৈর্ঘ্য বাকি ১৭৬ মিটার ম্যাক ওয়ান গতি থাকার কারনে আপনি অর্জিত অগ্রগামীতা....
.
.
এই অসাধারণ জিনিস টি বি-১,এফ-১৬,এফ-১৮ই/এফ এবং ইউরোফাইটার টাইফুন এ TRD লাগানোর ব্যবস্থা আছে...
.
এবার আপনার মতামত দিন...
এর দ্বারা এস-৪০০ থেকে বাঁচা যাবে??
.
(কাঠখোট্টা টাইপ মিলিটারি পোস্টের মাঝে বিনুদুন দেয়ার ব্যর্থ চেষ্টা করেছি,ব্যাপার টা কারো যদি ভালো না লাগে বলতে পারেন।লেখার স্টাইল চেন্জ করে ফেলবো)

-আধুনিক সমরাস্ত্র।
Powered by Blogger.