হারিকেন -১এম রাশিয়ার নতুন আর্টিলারি সিস্টেম


এটির ডেভলপের কাজ প্রথম শুরু হয় ১৯৯৫ সালে
কিন্তুু অর্থের অভাবে ডেভলপিং কাজ বন্ধ হয়ে যায়,
তবে পরের বছর অর্থাৎ ১৯৯৬ সালে পূনরায় কাজ শুরু হয় এবং ২০১২ সালে প্রাথমিক ট্রায়ালে যায়,
২০১৫ সালে চূড়ান্ত ট্রায়ালে যায় এবং সন্তোষজনক পারফর্ম করে,
যার ফলে ২০১৭ সালের শেষের দিকে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হয়,
যাইহোক হারিকেন-১ এম এর আওতায় থাকা এয়ারফিল্ড বা অন্য যাইহোক না কেনো তা নিরাপদে থাকবে না,
এর দুটি রকেট পড রয়েছে যার ১২ টি লাঞ্চিং টিউব রয়েছে,
যার সাহায্যে বিভিন্ন ধরনের রকেট ফায়ার করা যায়,
তার মধ্যে রয়েছে ৩০০ এম এম রকেট
যার দৈর্ঘ্য ৭.৬ এম
ওয়েট ৮০০ কেজি
ওয়ারহেড ওয়েট ২৪০ কিঃ গ্রাঃ
রেঞ্জ-১২০ কিঃমিঃ
এছাড়া রয়েছে ২২২ এম এম রকেট
যার দৈর্ঘ্য -৪.৮ এম
ওয়েট-২৪০ কেজি
ওয়ারহেড ওয়েট-৯০ কেজি
রেঞ্জ- ৩৪ কিঃমিঃ
এটি চালাতে তিনজন ক্রুর দরকার হয়
এবং রিলোডিং টাইম তিন মিনিট,
৫০০ হর্স পাওয়ারের yamz-846 টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন চালিত আট চাকার একটি হেভিট্রাকের উপর বেজ করে বসানো হয়
Powered by Blogger.