বাংলাদেশ আর্মি এভিয়েশান


বাংলাদেশ আর্মি এভিয়েশন ১৯৭৮ সালের ২৬ শে মার্চ প্রতিষ্ঠিত হয়।শুরুতে সামান্য কিছু ট্রেইনার এয়ারক্রাফট থাকলেও বর্তমানে আর্মি এভিয়েশনে এয়ারক্রাফট ভরপুর বলা চলে।
বর্তমানে বাংলাদেশ আর্মি এভিয়েশন চিফ হচ্ছেন বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল আজহার স্যার।
Mil Mil sh171 
 Mil Mi-171sh
Mil Mi-171sh মুলত ট্রান্সপোর্ট+সেমি এট্যাক হেলিকপ্টার। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার আমাদের আর্মি এভিয়েশনে ১৯৭৫ সালে সার্ভিসে আসে।বর্তমানে এরকম ৬টি আর্মি এভিয়েশনে সার্ভিসে রয়েছে।Mil Mi-171sh আর্মি এভিয়েশন ছাড়াও বিপুল পরিমান এয়ার ফোর্সে যুক্ত রয়েছে।

Airbus CASA-295W
Airbus CASA-295W
Airbus CASA-295W মুলত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এগুলো ১৯৯৭ সালে স্পেন থেকে কেনা হয়।স্পেন এ তৈরি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট।আর্মি এভিয়েশনে এগুলো ১ টি সার্ভিসে রয়েছে।

Cessna 208 Caravan
Cessna 208 Caravan
মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি ইউলিট্রি এয়ারক্রাফটের মধ্যে অন্যতম হলো Cessna 208 Caravan.আমাদের আর্মি এভিয়েশন ১৯৮৩ সালে এগুলো ১ টি সার্ভিসে আনে।

Cessna 152
Cessna 152
১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা Cessna 152 ইউলিট্রি এয়ারক্রাফট গুলো বর্তমানে আর্মি এভিয়েশনে ৪ টি সার্ভিসে রয়েছে।
Bell 206 Helicopter
Bell 206 Helicopter
বাংলাদেশ আর্মি এভিয়েশনে বর্তমানে এগুলো সার্ভিসে আছে দুইটি। এগুলো মুলত ট্রেইনার এয়ারক্রাফট।এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি।
এটি আমাদের এভিয়েশনে প্রথম সার্ভিসে আসে ১৯৮২ সালে।

Eurocopter AS365 Dauphin
Eurocopter AS365 Dauphin
বর্তমানে আর্মি এভিয়েশনের কাছে এরকম ২ টি সার্ভিস রয়েছে। ফ্রান্সের তৈরি এই হেলিকপ্টার গুলো ১৯৯৭ সালে আমাদের এভিয়েশনে সার্ভিসে আসে।
Powered by Blogger.