বর্তমান বিশ্বের সেরা এন্টি ব্যালেষ্টিক ডিফেন্স সিস্টেম: রিম -১৬১ এসএম৩

এন্টি ব্যালেষ্টিক ডিফেন্স সিস্টেম
রিম -১৬১ এসএম৩ : Picture- internet
রিম -১৬১ এসএম৩ হচ্ছে বর্তমান বিশ্বের সেরা এন্টি ব্যালেষ্টিক ডিফেন্স সিস্টেম গুলোর মধ্যে একটি।যেহেতু বর্তমানে কোন কার্যকর এন্টি ব্যালেষ্টিক ডিফেন্স সিস্টেম নাই তাই স্বাভাবিক ভাবেই এটিকে মোটামুটি ভাল ডিফেন্স সিস্টেম বলা যায়।এটি তৈরী করেছে রেইথন,এ্যারোজেট এবং মিটসুবাসি।এটির রেন্জ ৯০০ কিলোমিটার এবং ব্লক 2A রেন্জ ২৫০০ কিলোমিটার। 


মিসাইল গুলোর গতি যথাক্রমে ম্যাক ৮.৮ এবং ম্যাক ১৩।ওয়ারহেড হিসাবে রয়েছে কাইনেটিক এনার্জি। অপারেশনাল হিস্টোরি হিসাবে রয়েছে এটি ২০০৮ সালে একটি মহড়ায় আমেরিকার একটি স্যাটেলাইট ধ্বংস করে।যেটি কিনা ঘন্টায় ৩৬ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিন করছিল।

ভিডিও: 

Powered by Blogger.