বুড়িগঙ্গা নদীতে ১ লাখ টন এয়ারক্রাফট ক্যারিয়ার!


বুড়িগঙ্গা নদীতে ১ লাখ টনি এয়ারক্রাফট ক্যারিয়ার ঢুকলে ব্যাপারটা কেমন দেখাবে একটু ভাবুন তো 😁🐸
ঢাকার সদরঘাট থেকে দক্ষিনবঙ্গের জেলাগুলোতে বিলাসবহুল এয়ারক্রাফট ক্যারিয়ার সার্ভিস দেয়া হবে 😂
যদিও এটা কোনোভাবেই সম্ভব না, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নেভির ৩৫০ টনি পদ্মা ক্লাসের অফশোর পেট্রোল শিপ সদরঘাটে আসতেই খবর হয়ে যায়।কারণ বুড়িগঙ্গার গভীরতা খুবই কম।২০১৭ সালে বিএনএস অতন্দ্র এর এক অফিসার জাহাজের ডেকের উপর বিভিন্ন কথায় কথায় আমাকে বলেছিলেন যে ব্রিজের সাথে রাডার-এন্টেনা ইত্যাদি যেন আটকে না যায় সেজন্য তাদেরকে ভাটার সময় বুড়িগঙ্গায় ঢুকতে হয়েছে, আবার ভাটার সময়েই চট্টগ্রাম নেভাল বেজের উদ্দেশে রওনা দিতে হবে ।

লেখা: আধুনিক সমরাস্ত্র অবলম্বনে এমআরনাইন
Powered by Blogger.