VSS স্নাইপার রাইফেল

এই জিনিস নিয়ে হয়তো জীবনেও পোস্ট দিতাম না যদিনা পাবজি কমান্ডো কোর্স করা ফেসবুক জেনারেলরা লিজেন্ডারি 'ড্রাগোনভ এসভিডি' স্নাইপার রাইফেলকে চিনতে ভুল না করতো।আসলে বেশিরভাগ রাশিয়ান স্নাইপার রাইফেলের গ্রিপ এবং স্টকসহ উডেন স্কেলেটন শেপ একইরকম বিধায় নতুন নতুন রাইফেলপ্রেমিকদের কাছে সব ললনাই একইরকম লাগবে এমনটাই স্বাভাবিক 😜😅
পোস্টের প্রথমেই আপনার দাঁত ভাঙার ব্যবস্থা করতে যাচ্ছি! 😷
VSS এর পূর্ণরূপ হলো Vintovka Snayperskaya Spetsialnaya।এতে যদি দাঁত নড়বড়ে হয়ে যেয়ে থাকে তবে সেটা ফেলে দিতে রাশিয়ান ভাষার উচ্চারণ পড়তে চেষ্টা করুন 🙈
(Russian : Винтовка Снайперская Специальная 😨)
আশা করি ইতিমধ্যেই আপনার দন্ত মোবারক শহীদ হয়েছেন।এবার এর ইংরেজি অর্থ শিখুন,ইংরেজিতে VSS কে বলে
Special Sniper Rifle।তবে সবাই একে Vintorez বলে ডাকে।এর অর্থ হচ্ছে thread cutter বা tap।
এবার বলবো কেন একে স্পেশাল স্নাইপার রাইফেল বলা হয়।৮০ এর দশকে এটি যখন ডিজাইন করা হয় তখন এর মূল উদ্দেশ্য ছিল স্পেতনাজ কমান্ডো ও রাশিয়ান স্পাই ইউনিট যারা দেশ-বিদেশে ছদ্মবেশে মিশন পরিচালনা করতো।টার্গেট কিলিং বা চোরাগোপ্তা হামলার জন্য এমন একটি অস্ত্র প্রয়োজন ছিল যা কিনা হাইলি একুরেট এবং প্রথাগত বুলেট ফায়ার করতে পারদর্শী এবং জন্মগতভাবেই খুবই সাইলেন্সড।এজন্য আমাদের বহুল পরিচিত নাইন এমএম বুলেট এতে ব্যবহার করা হয়েছে 😲
তবে আঁতকে উঠার মত কিছুই বলি নাই কিন্তু।এটি পিস্তল-সাবমেশিনগানের মত 9x19mm প্যারাব্যালাম বুলেটের বদলে 9x39mm হেভি সাবসনিক(SP5)/আর্মার প্রিয়ারসিং(SP6) বুলেট ফায়ার করতে সক্ষম।স্টিল/টাংস্টেন টিপড হওয়ায় এগুলো সহজেই ৬ মিলিমিটার হাই ডেনসিটি স্টিল প্লেট ১০০ মিটার দূর থেকে এবং ২মিলিটারি স্টিল প্লেট বা স্ট্যান্ডার্ড আর্মি হেলমেট ৫০০ মিটার দূর থেকে পুরোপুরি ভেদ করতে
পারবে।তবে ভালো ফলাফল পেতে সাধারণত ৪০০ মিটারের কম রেঞ্জে এই রাইফেল ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
[ প্রসঙ্গত এখানে একটা কথা বলে রাখি,
যেকোনো বুলেটের ক্ষেত্রে গুন/ক্রস (×) চিহ্নের পরে যে সংখ্যাটা থাকে তা বুলেটের খোসা/ক্যাসিং দৈর্ঘ্য বুঝায়।যেমনঃ 9x39 এমএম এর ক্ষেত্রে ক্যাসিং দৈর্ঘ্য ৩৯ মিলিমিটার আবার 9x19 প্যারাব্যালাম বুলেটের ক্ষেত্রে ক্যাসিং দৈর্ঘ্য ১৯ মিলিমিটার।যে বুলেটের ক্যাসিং দৈর্ঘ্য যত বেশি সেটি তত বেশি গানপাউডার বহন করতে পারে।আর বুলেটের ডিজাইনের পাশাপাশি এই গানপাউডারই হলো বুলেটের পারফরমেন্সের অন্যতম চাবিকাঠি।আশা করি বুঝতে পেরেছেন ]
আজেবাজে কথা(!) অনেক বললাম,এবার VSS এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলছি।
বিল্টইন সাপ্রেসরসহ(প্রয়োজনে সাপ্রেসর খুলে রাখা যায়) দৈর্ঘ্যে মাত্র ৩৫.২ ইঞ্চি ও মাত্র ২.৬ কেজি ওজনের হওয়ায় এটি বড় ব্রিফকেস/ট্র্যাভেল ব্যাগে বহনযোগ্য।আগেই বলেছি একে ডিজাইন করা হয়েছিল স্পেশাল অপারেশনের জন্য।এর একশন সিস্টেম অন্যান্য একে সিরিজের রাইফেলের মত গ্যাস অপারেটেড এবং এটি স্নাইপার রাইফেল ক্যাটাগরির হলেও এর ফায়াররেট মিনিটে ৭০০ রাউন্ড!
এতে প্রথাগত আয়রণ সাইট বা PSO-1 বা PKS-07 টেলিস্কোপিক সাইট ব্যবহার করা হয়।ফলে এর ইফেক্টিভ রেঞ্জ আয়রণ সাইটে ৩০০ মিটার ও PSO-1 সাইটে ৪০০ মিটার।ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ ৫০০ মিটার(আয়রণ)/৬০০ মিটার(PSO-1)।এতে ১০ বা ২০ রাউন্ডের ম্যাগাজিন লাগানো যায়।1PN51(3.46x zoom) বা PKN-03 নাইট ভিশন স্কোপ দিয়ে রাতের বেলাও নির্ভুলভাবে শত্রুকে 'পুত' করে দেয়া সম্ভব।
এটি আফগান-রাশিয়া যুদ্ধ,চেচেনিয়ার যুদ্ধ,সিরিয়ার গৃহযুদ্ধে সফলতার সাথে ব্যবহার হয়েছে।
#অফটপিক:
১৯৬৩ সালে সার্ভিসে আসার পর ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আজকের ইয়েমেনের যুদ্ধ পর্যন্ত এমন কোনো যুদ্ধ নাই যেখানে
Dragunov SVD স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি! বলা হয়ে থাকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি স্নাইপার রাইফেল(যদিও SVD স্কোপ অন্য যেকোনো স্নাইপার স্কোপের চেয়ে আলাদা)
যেহেতু লিজেন্ড এর সাথে নুব(!) ডিফেন্স লাভাররা প্যাঁচ লাগিয়ে ফেলেন সেহেতু ঐটার কিছু ইনফরমেশন এই পোস্টে থাকা উচিৎ।ড্রাগোনভ এর ইফেক্টিভ রেঞ্জ প্রায় ৮০০ মিটারের মত।কারণ সেটি 7.62x54 এমএম এর বুলেট ইউজ করে।এর ফিড সিস্টেম হিসাবে রয়েছে ১০ রাউন্ডের বক্স ম্যাগজিন।তবে ভার্শনভেদে এর ওজন প্রায় ৫ কেজির মত।আমাদের সামরিক বাহিনী এর চায়নিজ কপি 'টাইপ-৮৫' ব্যবহার করে থাকে৷
আশা করি ২য় ছবিতে Dragunov ও VSS কে পাশাপাশি দেখে আপনার ভুল ধারণা দূর হবে।প্রচলিত কিছু রাশিয়ান স্নাইপার রাইফেলের ছবির লিস্ট দেখে বিখ্যাত রাশিয়ান উডেন স্টকের বহুমুখী ব্যবহার দেখে আশা করি আর VSS এর সাথে অন্যান্য রাইফেলের প্যাঁচ লাগাবেন না 😊
ভালো থাকুন, সুস্থ থাকুন।
বেশি করে পাবজি খেলে কমান্ডো উৎপাদনে ভূমিকা রাখুন 😜🙈
বি:দ্র: আমি পাবজি হেটার্স না,কিন্তু কতিপয় আচুল পাবলিকের পোস্ট দেখতে দেখতে বিরক্ত।এমন ভাব করে যেন দুনিয়ার যত অস্ত্র আছে সব একমাত্র তারই চালানোর অভিজ্ঞতা আছে।কিছুদিন আগে এমনও পোস্ট দেখেছি যে যেখানে বলা হয়েছে "একজন সামরিক বাহিনীর সদস্য যত অস্ত্রের নাম জানে, একজন পাবজি খেলোয়াড় তার চেয়ে বেশি জানে" 😂
আরেক জায়গায় দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত AWM স্নাইপার রাইফেলের ছবির পোস্টে ৯০% পাবলিক গলা ফাটাচ্ছে ঐটা নাকি SKS/kar98 😆 ffffffআ
Powered by Blogger.