আমাদের ইঞ্জিনিয়াররা যে ভালো কিছু করতে পারে তার দৃষ্টান্ত




ছবিতে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা রূপান্তর করা টাইপ-৬২ ট্যাংকগুলোকে Self Propelled Howitzer হিসেবে দেখতে পাচ্ছেন।

এগুলোতে ১০৫ এমএম কামান ব্যবহার করা হয়েছিল।এছাড়া মেইনগান খুলে ফেলে কতগুলোকে APC ও IFV বানানো হয়েছিল।ফলে রূপান্তরিত ট্যাংকগুলো ৪/৫ জন সেনা পরিবহন করতে পারতো।এগুলোতে ১২.৭ এমএম মেশিনগান বসানো হয়েছিল।

কিন্তু এগুলো বেশিদিন সার্ভিসে ছিল না।২০০০ সালে এগুলো স্ক্র্যাপ করা হয়।বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ট্যাংক থেকে এভাবে রূপান্তরিত করার কাজটি পুরোপুরি সঠিকভাবে হয়নি।
তবে প্রযুক্তিগত সাপোর্ট পেলে আমাদের ইঞ্জিনিয়াররা যে ভালো কিছু করতে পারবে সেই নমুনা তারা দেখিয়েছিল।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- click here
Powered by Blogger.