জাপানিজ সবচেয়ে ধারালো তলোয়ার (ভিডিওসহ)

জাপানিজ কাটানা(picture-internet)
জাপানিজ কাটানাকে পৃথিবীর সবচেয়ে ধারালো তলোয়ার বলে ধরা হয় ৷ এটি ব্যবহার করতো জাপানের সামুরাই গোষ্ঠী ৷ বেশি বড় তলোয়ার দ্বারা আঘাত করতে ধারের চেয়ে বেশি ওজনকে গুরুত্ব দেওয়া হয় .. যেমন : ইউরোপিয়ান লং সোর্ড ৷ যা নাইট রা ব্যবহার করতো ৷ কিন্তু কাটানা অত্যন্ত হালকা তলোয়ার ৷ কিন্তু এর ধার অত্যন্ত বেশি হওয়ায় যুদ্ধে এটি ছিলো বেশ কার্যকর ৷ যুদ্ধে অধিক ক্ষতি করার জন্য এটি সামান্য বাকানো ধার একদিকে ৷ ফলে কোন কিছু সহজে কাটা যায় ৷ যেহেতু এটি হালকা তাই একে কাঠিন্য দেওয়ার জন্য কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হতো ৷ জাপানিজ ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রাচীন ও দুর্দান্ত নিদর্শন এটি ৷

এর ক্ষমতা নিয়ে যাদের সন্দেহ আছে তাদের জন্য একটি ভিডিও দেওয়া হল -


Powered by Blogger.