সামরিক হামলা প্রতিরোধে কতটুকু সক্ষম বাংলাদেশ...?? (বিশেষ পোষ্ট)
Bangladesh Military Tanks |
★★★ একজন বিখ্যাত জেনারেল George S. Patton এর একটি উক্তি দিয়ে আজকের লিখাটি শুরু করবো, তিনি বলেছিলেন- "শত্রুকে দুর্বল মনে করা বোকামি, কিন্তু তাদের বেশি শক্তিশালী ভাবাও অনুচিত"।
George S. Patton |
তো আজকাল বেশ লক্ষ করা যাচ্ছে যে ভার্চুয়াল দুনিয়া বা আরো পরিষ্কার করে বললে ফেসবুকের কিছু পেজ ও গ্রুপে ভারতের বাংলাদেশ দখল ও বাংলাদেশ এর ভারতের কিছু অংশ দখল নিয়ে একরকম যুদ্ধ ই চলছে বলা চলে। কেউ শক্তির জোরে কেউ বা ইতিহাসের আবার কেউবা কৌশলের অথবা না পাড়লে গায়ের জোড়েই যেন দখল করে ফেলবে এর সাথে আবার যোগ হয়েছে প্রতিবেশী দেশের কিছু দুর্বল মস্তিস্কের রাজনৈতিক নেতার ভবিষ্যৎ বানি বা একরকম হুমকি। তো বাংলায় একটা প্রবাদ আছে "পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়" তো যাইহোক আমি আজ লেখতে বসেছি বাংলাদেশ সামরিক দিক দিয়ে কতটা সক্ষম তার প্রতিবেশীর হামলা প্রতিরোধ করতে, যদিয়োবা একুরেট কোন পরিসংখ্যান দ্বার করানো আমার পক্ষে সম্ভব না তবুও চেষ্টা করে দেখি কতদূর এগুনো যায়।
bangladesh physical map |
*যদি ভারত বাংলাদেশ আক্রমন করে-
Bangladesh Vs India Defance |
যদিয়োবা আমি ব্যক্তিগত ভাবে মনে করি এর সম্ভাবনা ১% বা তারো কম কারন শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অর্থাৎ বাংলাদেশের পাশে অবস্থান করা ভারতীয় রাজ্য গুলো ছাড়া আর কোন রাজ্যের কাউকে আমি "বাংলাদেশ তাদের শত্রু বা তাদের জন্য হুমকি" এটা ভাবতে দেখি বা শুনিনি, তারা তাদের শত্রু ও মাথাব্যথা হিসেবে পাকিস্তান ও চীন কেই দেখে। তো ধরেই নিলাম বাংলাদেশের সাথে কিছু একটা নিয়ে ভারতের সংঘর্ষ শুরু হয়ে গেলো। তো সেইখেত্রে ভারত কতটুকু সামরিক শক্তি ব্যবহার করতে পাড়বে বাংলাদেশের বিরুদ্ধে..!
Indai vs China vs Pakistan |
আপনি জানেন কি ভারতীয় সামরিক শক্তির মোটামুটি ৭০% বা তারো বেশি মোতায়েন করা আছে পাকিস্তান ও চীন কে কাউন্টার করতে ঐ সকল সীমান্তবর্তী এলাকা বা রাজ্যে। আর প্রতিনিয়ত ভারত ঐ দুই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে, একই সাথে পাকিস্তান ও চীন ও একই কাজ করছে ফলে ভারতের ঐ অঞ্চল থেকে সামরিক শক্তি কমিয়ে এনে বিপদের পড়ার বিন্দু মাত্র ইচ্ছা নাই বললেই চলে। কেননা স্বাভাবিক পরিস্থিতি তেই যখন এই সীমান্ত গুলো উত্তেজিত থাকে তখন ভারত অন্য দেশের সাথে যুদ্ধে জরালে এবং সামরিক শক্তি ঐ এলাকা থেকে হ্রাস করলে পাক-চীন যে আক্রমণ করবেনা সেই গ্যারান্টি সয়ং চীন-পাকিস্থান ও দিবে না। আর নিশ্চই ভারত ১০-১৫% সামরিক শক্তি রিজার্ভ করে রেখেছে। আর বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন গুলোকে ঠ্যাকাতে প্রতিদিন ভারতের কি পরিমাণ ভোগান্তি যাচ্ছে সেতো আমাদের চাইতে ভারতীয়রাই বেশি ভালো জানার কথা,, অর্থাৎ কোন ইমার্জেন্সি ঘটলেও ভারত তার সামরিক শক্তির সর্বচ্চ ২০-২৫% এর বেশি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবেনা।
আর সামরিক হামলার গাণিতিক নীতি অনুযায়ী সর্বনিম্ন 1:3 (কিছু মতে 1:5/1:7 ও) নীতিতে হামলা করা যায়,, অর্থাৎ শত্রুর সংখ্যা যদি ১ হয় তবে আপনাকে মিনিমান ৩ জন দিয়ে হামলা করতে হবে যদি জিততে চায় হামলাকারি। অর্থাৎ বাংলাদেশ কে পরাজিত করতে চাইলে ভারত কে নিম্নে ১৫ লক্ষ সৈন্যদল দিয়ে আক্রমণ করাতে হবে। অপরদিকে বাংলাদেশ তার সামরিক শক্তির সর্বচ্চ ৮০-৮৫% অব্দি ভারতের বিপক্ষে ব্যবহারে সম্পূর্ণ সক্ষম কারন তখন শত্রু বলতে কেবল ই ভারত। আর যদি কোনভাবে মায়ানমার বাড়াবাড়ি করে বা কিছু করতে চায় তবে তাদের সীমান্তেই ঠ্যাকানোর জন্য বাংলাদেশের ১০% সামরিক শক্তি যথেষ্ট। আর সবচাইতে বড় কথা হলো ভারত বাংলাদেশ কে আক্রমণ করলে শুধুমাত্র নিয়মিত বাহিনীর ব্যবহার করতে পারবে রিজার্ভ নয় কারন রিজার্ভ বাহিনী আক্রমণ প্রতিহত করার জন্য আক্রমণ করার জন্য প্রশিক্ষিত না। পক্ষান্তরে বাংলাদেশ তার নিয়মিত বাহিনীর পাশাপাশি সম্পূর্ণরূপে রিজার্ভ ফোর্স তো ব্যবহার করতে সক্ষম পাশাপাশি দেশের কোটি কোটি মানুষের সাহায্য তো আছেই।
বাংলাদেশ এয়ার ফোর্স |
*যদি মায়ানমার বাংলাদেশ আক্রমন করে-
Maianmar Vs Bangladesh |
ভূ-অবস্থান গত দিক দিয়ে বাংলাদেশ-বার্মা
ইতিমধ্যেই বার্মা সীমান্ত এলাকা গুলোতে সামরিক স্থাপনা উন্নয়ন, নুতুন সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-ঘাটি, সাবমেরিন বেস ইত্যাদি সামরিক স্থাপনার কারনে মায়ানমার এর যেকোনো সামরিক আক্রমণ প্রতিরোধ করতে বাংলাদেশ এর সর্বচ্চ ৩০-৪০% সামরিক শক্তি যথেষ্ট। আর এই সশস্ত্র বাহিনীর দক্ষতা, প্রশিক্ষণ, বাস্তবিক অভিজ্ঞতা যুদ্ধক্ষেত্রে মিলিটারি স্ট্রেটিজি এবং ওয়্যার স্ট্রেটিজি বাংলাদেশ কে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে জয়লাভে সহায়তা করবে।
পরিশেষে সকলের উদ্দেশে একটা কথা বলি, " দ্যা গ্রেট বলদ, পাগল, ছাগল আর বান্দর দের কথায় কান না দিয়ে বা তাদের গাধামি তে সাড়া না দিয়ে আমাদের সকলের সামরিক জ্ঞান চর্চা করাই উত্তম বলে আমি মনে করি"। বাংলাদেশ দখল করে নিবো, বাংলাদেশীদের ধ্বংস করে দিবো, এটা করবো ওটা করবো এগুলা কেবল বলদ বা পাগলের মুখেই মানায়, সুস্থমস্তিষ্কের
-ধন্যবাদ এত কষ্ট করে এতবড় পোষ্ট পড়ার জন্য,, আপনাদের মতামত জানাবেন তবে প্লিজ কেউ গালিগালাজ বা খারাপ ভাষা ব্যবহার করবেন না।
আমাদের ফেইসবুক ফ্যানপেইজকে লাইক দিন- এখানে