|
সুপার হারকিউলিসের গোসল/'বার্ড বাথ' । |
সাধারণত বড় আকারের বিমানগুলোকে বিভিন্ন কারণে এইভাবে গোসল করানো হয় না
কিন্তু ছবির বিমানটি গাল্ফ অফ ম্যাক্সিকোর উপর অনেকক্ষণ ঊড়ার ফলে এর শরীরে
লবণাক্ত ও অধিক পরিমাণ জলীয়বাষ্পযুক্ত বাতাস লাগায় এটিকে এইভাবে পরিষ্কার
করা হচ্ছে। এইভাবে পরিষ্কার না করলে বিমানটির গায়ে কিংবা বিভিন্ন
স্পর্শকাতর পার্টসে ঐসব পদার্থ লেগে মরিচা পড়তে পারে যা সহজেই বিমানটির
দূর্ঘটনা ঘটাতে সক্ষম। বিমানকে এইভাবে গোসল করানো 'বার্ড বাথ' নামে
পরিচিত.....