চীনের সামরিক শক্তি।


 চীনের সামরিক শক্তি।
বর্তমান বিশ্বে চীন খুবই একটি আলোচিত নাম। এবং এটি বিশ্বর সবচেয়ে বেশি জনসংখ্যা প্রবন দেশ।। আয়তনের দিক দিয়ে চীন এশিয়ার
সবচেয়ে বড় এবং জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহৎ। এর আয়তন পৃথিবীর আয়তনের ১৪ ভাগের এক ভাগ। চীন বিশ্বের ৩য় সামরিক শক্তিশালী দেশ। বৃহত্তম অস্ত্রবিক্রেতা, ক্রেতা । বিশ্বের অন্যতম পরাশক্তি এই
চীন। এটি বিশ্বের সবচেয়ে বেশি
জনসংখ্যার দেশও। চীন তার দ্রুত বর্ধমান অর্থনৈতিক শক্তিকে সামরিক পেশিশক্তিতে পরিণত করতে উঠেপড়ে লেগেছে।চীনের সশস্ত্রবাহিনীর নাম পিপলস লিবারেশন আর্মি। এটি ৫টি শাখায় বিভক্ত। সংস্থাগুলো হচ্ছে পিএলএ গ্রাউন্ড ফোর্স, পিএলএ নেভি, পিএলএ এয়ার ফোর্র্স, সেকেন্ড আর্টিলারি কর্পস ও পিএলএ রিজার্ভ ফোর্স। বর্তমানে সব গুলো শাখায় কর্মরত সৈন্যসংখ্যা প্রায় ১ কোটি +। সংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমান এই বাহিনীর, কমান্ডার অন চিফ : হু জিনতাও। রেড আর্মি নামে ১৯২৭ সালের ১ আগস্ট সমাজতান্ত্রিক চীনের সশস্ত্রবাহিনী প্রতিষ্ঠা করে কমিউনিস্ট পার্টি অব চায়না। ১৯৩৭ সালে এর নাম পরিবর্তন করে করা হয় The Chinese People’s Liberation Army (PLA).
পাঁচটি মিলিটারি সংস্থার সমন্বয়ে পিএলএ গঠিত।

*পিএলএ গ্রাউন্ড ফোর্স।

চীনের মোট সৈন্য সংখ্যা ৭০ লাখ। এর মধ্যে অ্যাকটিভ সার্ভিস পার্সোনেল ২৩ লাখ ৩৩ হাজার, রিজার্ভ ফোর্স ২৩ লাখ ও প্যারামিলিটারি ৩৯লক্ষ ৬৯ হাজার। সংখ্যা দিক দিয়ে তারা বিশ্বের ১ম বিহত্তম সেনাবাহিনী।
চীনা সেনাবাহিনীর ৯১৫০ টি ট্যাঙ্ক রয়েছে। যাদের মধ্যে প্রায় সব গুলো তাদের নিজেদের তৈরি.মানে কপি করছে। এবং কিছু ট্যাঙ্ক অন্য দেশ থেকে কেনা হয়েছে।

Type 99 ৬০০+ টি
Type 99A2- ++ টি
Type 98- ৪০ টি
Type 96 - ২৫০০ টি
Type 96G- ++ টি
Type 88 - ৫০০ টি
Type 79/69 - ২০০ টি
Type 59D - ৬৫০ + টি
Type 59-II - ৫৫০ টি
Type 59 -২২৫০ টি
Type 63- ৫০০ টি
Type 63A -৩০০ টি
MBT 3000 ++ টি

★★অন্যান্য:-

চীনের রয়েছে 7000+ টি আর্টিলারি। রয়েছে ৪৭৮৮+ আর্মার্ড ফাইটিং ভেহিকেল।
Towed artillery- ৬২৪৬ টি
Self-propelled artillery- ১৭১০ টি
Multiple-Launch Rocket Systems- ১৭৭০ টি
Air defence vehicles - ৮০০+ টি
★★ভবিষ্যত পরিকল্পনা :-
S-400 SAM system
T-14 Main battle tank 

পিএলএ নেভি

 
ফ্রিগেট ওয়ারশিপ ---- ৪৭ টি
কার্ভেট যুদ্ধজাহাজ ---- ২৩ টি
ক্রোস্টাল ডিফেন্স জাহাজ ---- ১১+
ডেষ্টয়ার ---- ২৫ টি
মাইনসুইপার---- ৭+ টি
♦সাবমেরিন ---৫৫+ টি
♦এয়ারক্রাফট ক্যারিয়ার ---১ টি

★★সাবমেরিন :-
চীনের নৌ বাহিনীতে 55+সাবমেরিন রয়েছে।এর মধ্যে প্রায় ২৬+ নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে।
♦Jin class- 4 টি
♦Shang class- 5 টি
♦Xia class - 6 টি
♦Han class -11 টি
♦Yuan class -15 টি
♦Song Class -13 টি
♦Kilo class -12 টি
♦Ming class -17 টি
♦Quing class -1 টি
★★ফ্রিগেট:-
♦Jianghu class - 13 টি
♦Jiangwei I class - 4 টি
♦Jiangwei II class - 10 টি
♦Jiangkai I class - 2 টি
♦Jiangkai II class - 22 টি

★★ডেষ্টয়ার :-
♦Luyang III class - 6 টি
♦Luzhou II class - 2 টি
♦Luyang II class- 6 টি
♦Luyang I class - 2 টি
♦Sovremenny class - 4 টি
♦Luhai class - 1 টি
♦Luhu class - 2 টি
♦Luda class - 6 টি

★★কার্ভেট :-
♦Jiangdao class - 26 টি
এয়ারক্রাফট :-
♦SU-30 MK2 --- ২৪ টি
♦J-15 --- ১৬ টি
♦J-11BH --- ২৪ টি
♦J-10A --- ২৪ টি
♦J-7 --- ৩০ টি

★★হেলিকপ্টার:-
KA - 31 --- ৯ টি
KA -28 --- ১৯ টি
Z-18 ---৫ টি
Z 9C --- ৩৪ টি
Z 8C --- ৫৫ টি
MI 8 --- ৮ টি
চীনের নৌ-বাহিনী অত্যান্ত শক্তিশালী।তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ১টি হলেও ইতোমধ্যে তাদের দ্বিতীয় ক্যারিয়ারের কাজ শুরু করে দিয়েেছে। এবং ভবিষ্যতে আরও কিছু এয়ারক্রাফট ক্যারিয়ার সর্ভিসে আনার পরিকল্পনা রয়েছে তাদের। তাছাড়া তাদের সার্ভিসে থাকা সাবমেরিন গুলোর রিপ্লেসের পাশাপাশি, নতুন প্রজন্মের সাবমেরিন সার্ভিসে আনবে।

♥♥ পিএলএ এয়ার ফোর্র্স ♥♥

 চীনের সামরিক শক্তি।

বিমান বহরে চীনের রয়েছে প্রায় ২৯৬০ (বর্তমান)+ টি বিমান
রয়েছে। যার মধ্যে ১০৬৬+ (বর্তমান) টি ফাইটার এবং ইন্টারচেপ্টার বিমান । ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে ৮৭৬+ টি। এই বিমান বাহিনী তে ৯০৮
টি হেলিকপ্টার রয়েছে।আট্যাক হেলিকপ্টার রয়েছে ২০০+।
♦SU 30MKK - ৭৬ টি
♦SU 27 --- ৭৫ টি
♦J 16 --- ২৪ টি
♦J 11 --- ২০৫+ টি
♦J 10 --- ২৫০+ টি
♦JH 7 --- ১২০ টি
♦J 8 --- ১৪৪ টি
♦J 7 --- ৫২৮ টি
♦Q 5 --- ১২০ টি
♦H-6A,H,M,K --- ১২০ টি

★★ট্রেইনিং এয়ারক্রাফট :-
♦L-15 --- ২ টি
♦JL 9 --- ২ টি
♦JL 8 --- ৩৫০ টি
♦CJ 7 --- ৫০ টি
♦CJ 6 --- ৪০০ টি
♦JJ 7 --- ২০০ টি
হেলিকপ্টার
♦Z-18 --- ১+ টি
♦Z 9 --- ৪২ টি
♦Z 8 --- ৪৬ টি
♦MI 17 --- ১০ টি
♦Mi 8 --- ৫০ টি
★★ভবিষ্যত পরিকল্পনা:-
♦SU -35S
♦J -20
♦J -31

♥♥সেকেন্ড আর্টিলারি কর্পস♥♥ 
সেকেন্ড আর্টিলারি কর্পস, চীনা সামরিক বাহিনীর একটি অংশ।এটি এর প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। বর্তমানে সৈন্য সংখ্যা ১০০০০০। চীনের হাতে রয়েছে অসংখ্য ব্যালেষ্টিক মিসাইল। তাদের মিসাইল রেন্জ ১৫০০০ কি মি। পৃথিবীর সব দেশ তাদের মিসাইলের আওতাভুক্ত। তাদের হাতে রয়েছে অসংখ্য ICBM ও SLBM।তাদের সবচেয়ে বড় ও আধুনিক মিসাইলের নাম হচ্ছে DF -41। যার রেন্জ ১৫০০০ কি মি।
♦DF-41 --- ১৫০০০
♦DF-4 --- ৭০০০ কি মি
♦DF-5 --- ১৩০০০ কি মি
♦DF-31 --- ৮০০০ কি মি
♦DF-31A --- ১১২৭০ কি মি

♥♥♥ পারমাণবিক অস্ত্র :-
বর্তমান পরাশক্তি গুলোর কাছে পারমাণবিক বোমা একটি ব্রান্ড হয়ে গেছে।তাই চীনও পিছিয়ে নেই।চীন নিজ পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে খুব কম তথ্য প্রকাশ করে। তাই চীনের পারমাণবিক বোমার সঠিক সংখ্যা জানা মুশকিল। বর্তমান চীনের কাছে অনুমানিক প্রায় ৩০০ টির মত পারমাণবিক বোমা রয়েছে। তাছাড়া তাদের কাছে ক্যামিকেল অস্ত্রও রয়েছে।
Powered by Blogger.