CIWS (Close In Weapons System) ডিফেন্স সিস্টেম।

Md Najmus Sakib's photo.
CIWS (Close In Weapons System)-1 
১৯৮০ সালে পারসিয়ান গালফ যুদ্ধে ১ম ব্যবহৃত হয় এই নেভি উইপনারী সিস্টেম। আধুনিক ব্যটলশীপ গুলোতে হয়ত অনেকেই দেখে থাকবেন এইরকম গানের ব্যারেল।

Armor-piercing tungsten (আর্মার পিয়ারসিং ট্যংস্টেন) এবং High Explosive Incendiary Tracer (হাই এক্সপ্লোসিভ ইনসেন্ডিয়ারী ট্রেসার) Self-Destruct শেল এর মাধ্যমে 20×102 mm ক্যালিবারের ফায়ার করতে সম্বলিত এই সুপার মেশিনগান অটোমেটিক & হিউমান ওভারসাইটে ফায়ার করতে সক্ষম। মেইন আরনামেন্ট (Main Arnament) হিসেবে 20 mm M61 Vulcan &
6-barreled Gatling cannon থাকে। 


CIWS (Close In Weapons System)-2 

এটি মুলত শীপে ইনকামিং কোন মিসাইল আকাশেই সেলফ ডিস্ট্রাক্ট করে দিতে ব্যবহৃত হয়।
150 ডিগ্রী রোটেট এই সুপার নেভি ডেস্ট্রয়ার মেশিনগান সেকেণ্ড এ ৭৫ রাউণ্ড আর মিনিটে ৪৫০০ রাউন্ড ফায়ার করতে সক্ষম ! ইফেক্টিভ রেঞ্জ আকাশপথে 2.2Miles =3.5KM তবে ম্যাক্সিমাম ফায়ারিং রেনঞ্জ ক্লাসিফাইড পর্যায়ের।

CIWS মূলত অনেকগুলো কম্পোনেণ্টস এর একটি ফায়ারিং সিস্টেম যা আধুনিক নাভাল ওয়ারফেয়ার & ব্যটলশিপ এর প্রধান ডিফেন্স সিস্টেম।

এটি অপারেট করতে - রাডার, কম্পিউটার, মাল্টিপল ব্যারেল রোটেট রেপিড ফায়ার ক্যনন, (Multiple Bareel rotate Rapid fire Canon) এবং অটোমেটিক এইমড গান মাউণ্ট (Automatic Aimed Gun Mount) এর ব্যবহার করা হয়। রাডার এর মাধ্যমে ইনকামিং মিসাইল ডিটেক্ট এর রেঞ্জে আসা মাত্রই মাল্টি ডিরেকশন (150 ডিগ্রী) ফায়ারিং এর মাধ্যমে আকাশে সেল্ফ ডিস্ট্রাক্ট করে দেয় এই সুপার গানার সিস্টেম যা আধুনিককালে একটি শীপের লাস্ট লাইন ডিফেন্স হিসেবে বলা চলে। এমনকি ড্রোন থেকে টার্গেট করা মিসাইল ও সেল্ফ ডিস্ট্রাক্ট করতে সক্ষম এই CIWS
CIWS এর গানার গুলোর ভার্সন আছে।


  • DARD
  • Denel 35mm Dual Purpose Gun
  • Goalkeeper CIWS
  • Kashtan CIWS
  • AK-630
  • Meroka CIWS
  • Myriad CIWS
  • Oerlikon Millennium 35 mm Naval Revolver Gun System
  • Phalanx CIWS
  • Sea Zenith
  • Type 730 CIWS
এর মধ্যে AK-630 রাশিয়ার অরিজিন আর Phalanx
CIWS আমেরিকার অরিজিন।
রাশিয়ার AK-630 মিনিটে 5000 রাউন্ডস এবং আমেরিকার Phalanx মিনিটে 4500 রাউন্ডস ফায়ার করতে সক্ষম।
এর প্রতিটি গানার সিস্টেম এর ইউনিট কস্ট (Cost) 35$ মিলিয়ন ডলার।
বর্তমানে ওয়ার্ল্ডের 21টি দেশের নেভির কাছে এই উইপনারী সিস্টেম আছে।

  • Australia,
  •  Belgium,
  •  Bahrain,
  •  Canada,
  • Greece,
  • Egypt,
  •  India,
  •  Israel,
  •  Japan,
  • Mexico,
  • New Zealand,
  •  Pakistan,
  •  Poland,
  • Portugal,
  • Saudi Arabia,
  •  South Korea,
  •  Thailand, Turkey
  • Taiwan,
  •  United Kingdom,
  • USA
Powered by Blogger.