এক ইঞ্জিন বিশিষ্ট এবং বহুমুখী যুদ্ধে পারদর্শী জেএফ-১৭ বিমান.


      
দুবাইতে চলছে বিমান মেলা, বিশ্বের সব দেশ তাদের তৈরি বিমান এই মেলাই প্রদর্শন এবং বিক্রয় করতে পারে।এবারের মেলাই যে বিমান গুলো জনপ্রিয় ছিলো,আমেরিকার এফ ২২, এফ ৩৫, ব্রিটের এফ ১৬ ব্লাক,রাশিয়ার সু ২৭, সু ৩৫ মিগ ৩৫,চায়নার চেংদু জে ২০। এ বছরই দুবাই মেলায় অংশ নিয়েছে পাকিস্থান এবং চীনের যৌথ ভাবে বানানো জেএফ-১৭।
খবরে বলা হয়েছে কয়েকটা দেশের সাথে জেএফ-১৭ বিক্রির চুক্তি করেছে। খবরে জেএফ-১৭-এর ক্রেতার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। কয়টি জেএফ-১৭ বিক্রি হয়েছে বা কখন এ চুক্তি করা হয়েছে সেসব তথ্যও এ খবরে দেয়া হয় নি।এভিআইসি’র বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা
হয়েছে, সম্ভাব্য অনেক ক্রেতাই এ জঙ্গিবিমানেরবিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ২০০৩ সালের মে মাসে প্রথমবারের মতো পাকিস্তান জেএফ-১৭ জঙ্গিবিমানের নমুনা প্রদর্শন করে। তারপর থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্র্যাফট যৌথভাবে এ বিমান তৈরি করেছে।এক ইঞ্জিন বিশিষ্ট এবং বহুমুখী যুদ্ধে পারদর্শী জেএফ-১৭ বিমান
৫৫,৫০০ ফুট উঁচু দিয়ে উড়তে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১.৮ ম্যাক।
 


Powered by Blogger.