রাশিয়ার নুতুন প্রজন্মের ‪Doomsday‬ বা কেয়ামতের এয়ারক্রাফট।

Russian Doomsday Plan

★★ মূলত রাশিয়ার নুতুন প্রজন্মের ‪#‎Doomsday‬ /কেয়ামতের এয়ারক্রাফট হচ্ছে একটি নুতুন এয়ারবর্ন কমান্ড পোষ্ট। এর কাজ হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি তে যদি ভূমিতে অবস্থিত "কমান্ড এন্ড কন্ট্রোল" পোষ্ট ধ্বংস হয়ে যায় তবে রাশিয়ান সামরিক কমান্ডার এয়ারক্রাফট টিতে উঠে যুদ্ধ পরিচালনা করবে ও বিশ্বের যে কোন স্থানে রাশিয়ান ট্রুপস দের প্রয়োজনীয় নির্দেশ দেবার সকল ব্যবস্থা এই Doomsday Aircraft টিতে রয়েছে।
.
ডিসেম্বর এর প্রথমদিকে রাশিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি এই "উড়ন্ত কমান্ড সেন্টার" এর টেস্ট করে এবং সফলতার সাথে টেস্ট-ফ্লাইট ও অপারেশন সংক্রান্ত কার্জাদি সম্পন্ন করে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্রে জানা জায় যে- যেকোনো প্রাকৃতিক বিপর্যয় বা পারমাণবিক বিপর্যয়ে যদি ভূমিতে অবস্থিত কমান্ডপোষ্ট অকেজো হয়ে যায় তবে এই ফ্লাইং কমান্ড পোষ্ট রাশিয়ান সশস্ত্র বাহিনী কে প্রয়োজনীয় কমান্ড দিবে আর তা এই পৃথিবীর যে কোন স্থানে দেয়া সম্ভব এই এয়ারক্রাফট থেকে। এই এয়ারক্রাফট এর নিজেশ্য প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাই এই এয়ারক্রাফট বিপদসংকুল পরিস্থিতি তে যখন আকাশে থাকবে তখন রাশিয়ান যুদ্ধবিমান এই এয়ারক্রাফট কে এস্কর্ট করবে। এবং এটি আকাশেই রিফিউলিং করতে পাড়বে, যার ফলে আকাশেই বহু সময় এই কমান্ড সেন্টার অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে।
.
Russia’s United Instrument Manufacturing Corporation (UIMC) জানিয়েছে যে তারা সফলতার সাথে Ilyushin Il-86 এর উপর বেস করে আরেকটি প্রশস্ত এয়ারক্রাফট আপগ্রেডেশন শেষ করেছে, এই আপগ্রেড Ilyushin Il-80 Airborne Strategic Command Center নির্মান ও এতে বিভিন্ন প্রয়োজনীয় ইকুইপমেন্ট স্থাপন শেষ করে এই কমান্ড সেন্টার কে সম্পূর্ণ রূপে প্রস্তুত করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই রকম বেশ কিছু Doomsday Aircraft সার্ভিসে প্রবেশ করবে রাশিয়ান আর্মড ফোর্সে।


Like Us to Get Update #facebook.com/SamorikBisoy 
Powered by Blogger.