রামু সেনানিবাস স্থাপনের মদ্ধ্যদিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের।

Bangladesh Army
ভূ-কৌশলগত কারণে পাহাড়, সাগর ও সীমান্ত ঘেরা কক্সবাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কৌশলগত দিকদিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেনানিবাস টি সেনাবাহিনীর পার্বত্যচট্টগ্রামে ব্যাপক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। একদিকে মায়ানমার সীমান্ত অপরদিকে অপার সম্ভাবনাময় বিশাল সমুদ্র এলাকা। আর আমরা সকলেই জানি যে মায়ানমার সেনাবাহিনীর মাঝেমধ্যেই ইয়াবাবা ভর করে যার ফলে সীমান্ত অশান্ত হয়েপড়ে,,, আর এখন এই সেনানিবাস স্থাপন ও এর শক্তি বৃদ্ধির মদ্ধ্যে দিয়ে সীমান্ত এলাকায় একটা স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হলো। রামু উপজেলার রাজারকুল, খুনিয়াপালং ও উমখালী মৌজার প্রায় ১৮০০ একর জায়গার ওপর এ সেনানিবাস গড়ে তোলা হয়েছে।
.
এরি মদ্ধে রামু সেনানিবাসে সেনাবাহিনীর একটি ডিভিশন, দুটি পদাতিক ইউনিট, একটি পদাতিক ব্রিগেড ও একটি আর্টিলারি ইউনিটসহ পূর্ণাঙ্গ স্থায়ী সেনানিবাস উদ্বোধন করা হয়েছে। স্পেশালি এই সেনানিবাস এর জন্য বেশ কিছু ভারি অস্ত্র এবং ভেহিকেলস অর্ডার করা আছে যা অল্প কিছু দিনেই যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ও দেশে আরো কয়েকটি স্থানে সেনানিবাস স্থাপনের প্রক্রিয়া চলমান আছে।
Powered by Blogger.