আমেরিকা কর্তৃক হিরোসিমায় নিক্ষেপ করা পারমাণবিক বোমাটির বিস্ফোরনের ব্যাসার্ধ ছিল ৩.৫ কিলোমিটার।



little boy Bomb লিটল বয়
আপনি কি জানেন আমেরিকা কর্তৃক হিরোসিমায় নিক্ষেপ করা পারমাণবিক বোমাটির বিস্ফোরনের ব্যাসার্ধ ছিল ৩.৫ কিলোমিটার।মানে এটি ৩.৫+ কিলোমিটার এলাকা জুড়ে পুরো দমে ধব্বংস লীলা চালায়।লিটল বয়ের অগ্নি কুন্ডলির ব্যাসার্ধ ছিল ১.৬ কিলোমিটার। বিস্ফোরনের পর গ্রাউন্ড জিরোতে এর তাপমাত্রা ছিল ৬০০০ ডিগ্রি সেলছিয়াস।
little boy Bomb লিটল বয়

কিন্তু এর পরিপুর্ণ রেডিয়েশন ছড়িয়ে পড়ে ১৬ কিলোমিটারও বেশি এলাকাজুড়ে । মানে ১৬+ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে ।বোমাটির ধব্বংস ক্ষমতা ছিল ১৫ কিলোটন টিএনটির সমান।বোমাটির ওজন ছিল ৬৪ কেজি।এতে ৩৮.৫ কেজি ৮০% বিশুদ্ধ ইউরোনিয়াম- ২৩৫ ব্যাবহার করা হয়।আমি আপনাদের বোঝাতে চেয়েছি,পারমাণবিক বোমার ক্ষতি সাধন সম্পর্কে আমাদের অনেক ভূল ধারণা রয়েছে।

little boy Bomb লিটল বয়
পরবর্তীতে আমেরিকানরা আরও ৪২ টির মত লিটল বয় তৈরী করে।এটি মানুষের তৈরীকৃত ২য় পারমাণবিক বোমা।এটি বিস্ফোরনের পর সাথে সাথে ৬৬০০০+২০০০০ হাজারের মত মানুষ মারা যায় এবং ৬৯০০০০ হাজার লোক বিকিরণে আক্রান্ত বা আহত হয়।পরবর্তীততে এদের মধ্যে অনেক লোক মারা যায়।এটি আমেরিকার মানবতার দৃষ্টান্তমূলক একটি উদাহরণ।

হিরোসিমায় নিক্ষেপিত পারমানবিক বোমা।
  
Powered by Blogger.