ফোর্সেস গোল '৩০ এর অধীনে বাংলাদেশ সেনা বাহিনীর জন্য ০২ টি এমআই-৩৫এম , টি জেড ১০ হেলিকপ্টার কেনা হবে। দুটির রিভিউ।

জেট-১০
কোনটি আমাদের জন্য ভাল হবে,ভোট দিন।


জেট-১০ঃ

জেড-১০ হচ্ছে চীনের তৈরী অত্যাধুনিক এট্যাক হেলিকপ্টার।এটিরনির্মাতা চীনের চেংগি এয়ারক্রাফট ইন্ডাজট্রিজ কর্পোরেশন।এটির ডিজাইন করেন চীন এবং রাশিয়ার কামোভ হেলিকপ্টার ডিজাইন ব্যুরো ।এটি প্রথম প্রথম আকাশে উড়ে ২০০৩ সালে।এবং সার্ভিসেআসে ২০১০ সালে।বিশ্বের সেরা এট্যাক হেলিকপ্টারের মধ্যে এটি অন্যতম।এই হেলিকপ্টার টি দিনে,রাতে এমনকি সব আবহাওয়া ব্যাবহারের উপযোগী। ।এটির হেভি আর্মমেন্ড এয়ার টু এয়ার মিশন,গ্রাউন্ড মিশন পরিচালনা করার জন্য অধিক কার্যকারি।এই হেলিকপ্টারটি সব ভূমিকায় মিশন পরিচালনা করতে পারে। চীনেরর দাবি এটির মান আমেরিকার আ্যাপাচির সমান।


জেড -১০ লম্বায় ১৪.১৫ মিটার।রোটার ১৩ মিটার।উচ্চতা ৩.৮৫ মিটার।খালি অবস্থায় এটির ওজন ৫৫৪০ কেজি।বোঝাই অবস্থায় ৭০০০ কেজি।মানে এটি ১৫০০ কেজি অস্ত্র বহন করতে পারে।এটির সর্বোচ্চ টেকঅপ ৮০০০ কেজি। এটির ক্রু ২জন।এক জন গানার এবং অন্যজন পাইলট।এতে রয়েছে নতুন প্রজন্মের অত্যাধুনিক রোটার সিস্টেম।৩য় প্রজন্মেরটার্বোশ্যাফট ইন্জিন। এটিতে ব্যাবহার করা হয়েছে ২টি ১৫৩১ হর্স পাওয়ারের Pratt & Whitney PT6C-67C টার্বোশ্যাফট ইন্জিন।যা এটিকে ঘন্টায় ৩০০+ কি মি গতিতে উড়িয়ে নিয়ে যাবে।এটির ক্রুশ স্পিড ২৭০ কি মি। এটি ৬.৪ কি মি উচ্চতায় উড়তে পারবে। এটি রেন্জ ৮০০+ কি মি।জেড ১০ এর রয়েছে অত্যাধুনিক গ্লাস ককপিট।এটি পরিচালনা করতে ২জন পাইলটের প্রয়োজন হয়।এটিতে রয়েছে,রাত্রিকালিন মিশন পরিচালনা করার জন্য NVG সিস্টেম । হেড অফ ডিসপ্লে, ফায়ার কন্ট্রোল রাডার,হেলমেট মাউন্টেট টার্গেটিং সিস্টেম , BM/KG300G সেল্প প্রটাকশন জ্যামার পড , ব্লো স্কাই নেভগেসন পড।শত্রু এলাকা পরিদর্শন বা শত্রুর অবস্থান নির্ণয় করার জন্য রয়েছে KZ900 পরিদর্শন পড।রাডার এবং লেসার ওয়ার্নিং রিসিভার। ফ্লাই বাইওয়ার কন্ট্রোল, YH-96 ইনফ্রুডেট জ্যামিং পড।
আর্মমেন্ড হিসাবে রয়েছে,১৬ টি HJ-10 এয়ার টু গ্রউন্ড মিসাইল , HJ-8 অথবা HJ-9 এন্টি ট্যাংক মিসাইল, TY-90 এয়ার টু এয়ার মিসাইল, PL-5, PL-7, PL-9 এয়ার টু এয়ার মিসাইল । আনগাইডেড রকেট বা বোম্ব।এতে রয়েছে ২৩ মি মি রিকোভার গান।২৫ মি মি M242 বুসমাষ্টার চেইন গান অথবা ৩০ মি মি 2A72 চেইন টারেল অটো ক্যানন।


এমআই ৩৫এম


এমআই ৩৫এমঃ

এমআই ৩৫এম হচ্ছে রাশিয়ার তৈরী অত্যাধুনিক এট্যাক হেলিকপ্টার।এটির ন্যাটো রিপোটিং নেম হিন্দ।এর প্রথম প্রডাকশন শুরু হয় ২০০৫।এবং সার্ভিসে আসে ২০১০ সালে।বিশ্বের সেরা এট্যাক হেলিকপ্টারের মধ্যে এটিঅন্যতম।এই হেলিকপ্টার টি দিনে,রাতে এমনকি সব আবহাওয়া ব্যাবহারের উপযোগী। ।এটির হেভি আর্মমেন্ড গ্রাউন্ডমিশন পরিচালনা করার জন্য অধিক কার্যকারি।এই হেলিকপ্টারটি সব ভূমিকায়মিশন পরিচালনা করা যায়।
এমআই ৩৫এম লম্বায় ২১.৬ মিটার।এর উইংস্পেন ৬.৫ মিটার।এটির সর্বোচ্চ টেকঅপ ১২০০০ হাজার কেজি। এটি ৮ জন্য সৈন্য বা ২৪০০ কেজি অস্ত্র বহন করতে পারে।এতে রয়েছে নতুন প্রজন্মের অত্যাধুনিক রোটার সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টম।এটিতে ব্যাবহার করা হয়েছে ২টি ২২০০ হর্স পাওয়ারের GTD TV3-117VMA টার্বোশ্যাফট ইন্জিন।যা এটিকে ঘন্টায় ৩১০ কি মি গতিতে উড়িয়ে নিয়ে যাবে। এটি ৫.৭ কি মি উচ্চতায় উড়তে পারবে। এটি রেন্জ ৫৩৫ কি মি।এবং এটি সর্বোচ্চ ১০০০ কি মি পর্যন্ত মিশন পরিচালনা করতে পারে।
এমআই ৩৫এমের রয়েছে অত্যাধুনিক গ্লাস ককপিট।এটি পরিচালনা করতে ২জন পাইলটের প্রয়োজন হয়।এটিতে রয়েছে,রাত্রিকালিন মিশন পরিচালনা করার জন্য NVG সিস্টেম । মাল্টিফংসনাল ডিসপ্লে(MFDS), অত্যধুনিক রেডিও কমিউনিকেশন সিস্টেম,জ্যামারপড, ইলেকট্রো-অপটিক্যালটার্গেটিং সিস্টেম, ইম্প্রোব সেন্সর প্যাকেজ,থার্মালইমেজিন গাইডেন্স চ্যানেল, নতুন প্রজন্মের জ্যাম প্রুফ যোগাযোগব্যবস্থা,স্যাটেলাইট পোস্টিং এবং নেভিগেসন সিস্টেম।
আর্মমেন্ড হিসাবে রয়েছে,৮টি আনকা বা সাটর্ন এন্টি ট্যাংক মিসাইল, ইগলা ভি এয়ার টু এয়ার মিসাইল,আনগাইডেডরকেট বা বোম্ব।অনেক সময়আর্মমেন্ড ডিপেন্ড করে কাষ্টমারের চাহিদার উপর।মানে কাষ্টমার কয়টা হার্ড পয়েন্ট চাচ্ছে।এতে রয়েছে দুই ব্যারেলের ৪৭০ রাউন্ডের GSh-23V ২৩ মি মি ক্যানন।যা মিনিটে ৩৪০০ থেকে ৩৭০০ রাউন্ড ফায়ার করতে পারে।
 
Powered by Blogger.