অত্যাধুনিক বি ভি আর (BVR) মিসাইল।

অত্যাধুনিক বি ভি আর (BVR) মিসাইল।

এই অত্যাধুনিক যুগে, BVR Missile একজন পাইলটকে থিউরিটিকালি নিশ্চয়তা দিতে পাড়ে যে - ''পাইলট এর ডগফাইটে প্রবেশের প্রয়োজন ই নাই, যদি সে তার এনিমির দেখার আগেই BVR Capable মিসাইল শুট করে দেয়"। কারন বর্তমান যুগের মিসাইল গুলোকে এতটাই অত্যাধুনিক করে তৈরি করা হয় যে মিসাইল শুট করার পড়ে বাকি কাজ টা মিসাইল ই করে নেয়।

অত্যাধুনিক বি ভি আর (BVR) মিসাইল।

কিন্তু‬ থিউরি সবসময় বাস্তবিক ঠিক হয় না, এবং আজো প্রতিটি পাইলট কেই ডগফাইটের জন্য ট্রেইন্ড করা হয়................ মজার ব্যাপার হচ্ছে ফাইটার বিমানের ক্ষেত্রেও একি জিনিশ করা হয়,, যতই অত্যাধুনিক এয়ারক্রাফট তৈরি করা হচ্ছে তার প্রতিটিকে এমন সব ক্যামোফ্লাজ ডিজাইন করা হচ্ছে এবং এয়ারক্রাফট এর ম্যানুভারিটিবেল করা হচ্ছে যাতে বিভিআর রেঞ্জ পার হয়ে ক্লোজ রেঞ্জে এনিমি এয়ারক্রাফট চলে আসলে ডগফাইটে টিকা যায় এবং ক্যামোফ্লাজ এবং ম্যানিভারিটি বার্তী সুবিধা দেয়। মজার ব্যাপার হলো ক্যামোফ্লাজ এ যখন বিশ্বের ম্যাক্সিমাম দেশ হালকা ধূসর রঙ ব্যবহার করে সেখানে রাশানরা আজো আগেরমত একই কালারফুল ক্যামোফ্লাজ ব্যবহার করে।
অত্যাধুনিক বি ভি আর (BVR) মিসাইল।
 
Powered by Blogger.