প্রজেক্ট 23000E এর আওতায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার।
মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার |
বর্তমান বিশ্ব মোড়ালদের দাদাগিরি দেখানোর জন্য যে হাতিয়ার গুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম হল এয়ারক্রাফট ক্যারিয়ার।এয়ারক্রাফট ক্যারিয়ারকে নেভির প্রানও বলা চলে। বর্তমান বিশ্বে এদিক থেকে মার্কিনিরা একধাপ এগিয়ে।এবং তাদের শত্রু রাশিয়ানরা পিছিয়ে।তাই এই দিকটা পুষিয়ে নিতে ভবিষ্যৎ এর কথা মাথায় রেখে ২০২৩ সালের মধ্যের মধ্যে ৪ টি এবং ২০২৫ সালের মধ্যে আরো ২টি সহ মোট ৬টি সাটর্ম ক্লাস হেবি এয়ারক্রাফট ক্যারিয়ার সার্ভিসে আনবে।এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো তৈরী হচ্ছে প্রজেক্ট 23000E এর আওতায়।এবং এগুলোর
♦ধারন ক্ষমতা হবে ১ লক্ষ টন।
♦এগুলো নিউক্লিয়ার শক্তিচালিত হবে।
এবং এর গতি ঘন্টায় ৫৬ কিঃমি।
♦এগুলো লম্বায় ১০৮৩ ফুট এবং বীম ১৩১ ফুট।
♦এর সেন্সের এবং অন্যান্য সিস্টেমের মধ্যে রয়েছে,ইন্টিগ্রেটেট সেন্সর, মাল্টিফাংশনাল ফেসড এরই রাডার,ইলোকট্রনিক ওয়ারফেয়ার সুইচ,এবং কমিউনিকেসন সিস্টেমস।
♦এটিতে ২টি ইলোকট্রো মেগনেটিক ক্যাপসুল এবং ৪টি লান্চিং পচিশন থাকবে।এবং ডোয়েল আইসল্যান্ড ডিজাইন থাকবে।
♦এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলোতে ৮০-৯০ টি এয়ারক্রাফট থাকবে।এর মধ্যে
♣সুকোই পাক এফএ
♣মিগ-২৯কে
♣মিকোয়ান স্কাট ড্রোন
♣কামোভ কেএ-২৭
♦আর্মমেন্টের দিক দিয়ে রাশিয়ানরা বরাবরই এগিয়ে।কেননা এদের ক্যারিয়ার গুলো শুধু একটি এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, একটি অস্ত্রের গুদামও।এটিতে ৪টি এন্টি এয়ারক্রাফট সিস্টেম থাকবে।এবং সাথে অন্যান্য অস্ত্রও।
প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরীতে ৫.৬৩ বিলিয়ন ডলার খরচ হবে ২০১৫ সালের মতে।