ভারত পাক্স্থিান যুদ্ধ লেগেগেলে যা ঘটবে।


ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তাহলে এর ফলাফল কি হবে? যুদ্ধ যদি হয় তাহলে পাকিস্তান চাইবে পরমানু যুদ্ধ। কিন্তু এই দিক দিয়ে ভারত চাইবে LOC তে ছোট খাটো একটা যুদ্ধ যাতে তারা media দিয়ে দেখিয়ে দিবে যে তারা এই যুদ্ধে জয়ী হয়েছে। তারা কখনও পরমানু যুদ্ধে যাবে না, কারন ভারত ভালো করেই জানে যে তাদের জনসংখ্যা প্রায় একশত ত্রিশ কোটি, অন্য দিকে পাকিস্তান এর জনসংখ্যা মাত্র আঠারো কোটি, ভারত এর রয়েছে মেগা সিটি যেমন বোম্বে,নিউদিল্লি সহ আরও শহর যেগুলো পাকিস্তান এর পরমানু বোমার মূল টার্গেট।। এই শহর গুলোর সাথে জড়িত আসে ভারত এর মূল অর্থনীতি যা পরমানু বোমার আঘাতে নিমিষেই ধ্বংস হয়ে যাবে। অপর দিকে পাকিস্তান এর বলতে শুধু করাচী আর ইসলামাবাদ ছাড়া আর তেমন কিছুই নেই। তাই যুদ্ধ হলে ক্ষতিটা ভারতেরই বেশি হবে। যুদ্ধের ক্ষেত্রে সাপোর্ট এর কথা যদি আসি তাহলে পাকিস্তানকে সাপোর্ট দিবে চীন,তুরস্ক। ইতোমধ্যে চীন পাকিস্থানকে সাপোর্ট দিয়েছে। অন্য দিকে ভারত কিছুটা দোটানায় থাকবে, ভারত এখন আমেরিকার সাথে অনেক ভালো সম্পর্কে জড়িত অন্য দিকে যার ফল ভারত আর আমেরিকার সামরিক চুক্তি গুলই প্রমান করে।
Powered by Blogger.