বাংলাদেশের বিজ্ঞানীরা আপগ্রেট করেছে Type 69II MK2G ব্যাটেল ট্যাংক, দেখুন কি কি আপগ্রেড থাকছে।
Type 69II MK2G ট্যাংক বাংলাদেশের
প্রধান মেইন ব্যাটল ট্যাংক। এই
ট্যাংকে বাংলাদেশের বিজ্ঞানীরা
কি কি আপগ্রেড করছে দেখা যাকঃ-
★ATGMs ফায়ার করার সক্ষমতা।
★নতুন ফায়ার কন্ট্রোল সিষ্টেম FCS।
★ 850 হর্স পাওয়ার ডিজেল ইন্জিন।
★চীনের ৩য় প্রজন্মের এক্সপ্লোসিভ
রিএক্টিভ আর্মার প্রোটেকশন।
★লেজার ওয়ার্নিং রিসিভার।
★নতুন কমিউনিকেশন এবং নেভিগেশন
ইকুয়েপমেন্ট।
★রাবার প্যাডেড ট্র্যাক।
★ফায়ার সাপ্রেশন সিষ্টেম।
★থার্মাল ইমেজিং সাইটস এবং কমব্যাট
ডাটা লিংক।
★লেজার রেন্জ ফাইন্ডার।
উল্লেখ্য বাংলাদেশের ২৩৫ টি
Type-69MkIIG ট্যাংক আছে।।