স্ক্র্যাপ হওয়ার অপেক্ষায় রাশিয়ান সাবমেরিন ডেল্টা ওয়ান ক্লাস।

এই ছবিতে আপনারা স্ক্র্যাপ হওয়ার অপেক্ষায় বসে থাকতে দেখছেন এক সময়ের অন্যতম সেরা রাশিয়ান সাবমেরিন ডেল্টা ওয়ান ক্লাস।😢

এই সাবমেরিনগুলো মোট ১৮ টা তৈরি হয়েছিল।বর্তমানে সব ই রিটায়ার্ড।
সারফেস অবস্থায় এটি ৭৮০০ টন এবং সাবমার্জড অবস্থায় ১০,০০০টন ছিল।দৈর্ঘ্যে এটি ছিল ৪৫৬ ফিট লম্বা।
গতি সারফেস ও সাবমার্জড অবস্থায় যথাক্রমে ১২ ও ২৫ নট।
এটি ১২টি আর-২৯ Vysota (SS-N-8 Sawfly) টি ব্যালাস্টিক মিসাইল বহন করতো যার রেঞ্জ ৭,৭০০ কিলোমিটার(ওজন ৩২,৮০০ কেজি!!)
.
এছাড়াও এতে ৪টি ৫৩৩ এমএম(২১ইঞ্চি) ও দুটি ৪০০ এমএম(১৬ইঞ্চি) টর্পেডো টিউব ছিল।
পরবর্তীতে ডেল্টা টু,থ্রি এবং ফোর ক্লাস নামে আরো সাবমেরিন তৈরি করা হয়েছে এবং বর্তমানে ডেল্টা থ্রি এর ৩টি এক্টিভ একটি রিজার্ভ এবং ডেল্টা ফোর এর ৬টি এক্টিভ আছে রাশিয়ান নেভিতে।যুক্তরাষ্ট্রের জন্য ফিয়ার ফ্যাক্টর সাবমেরিন ফ্লিট এর শুরুটা হয়েছিল ডেল্টা ক্লাসের হাত ধরেই..
Powered by Blogger.